‘ব্যারিস্টার বাবু’ নিয়ে উচ্ছসিত পল্লবী
RBN Web Desk: হিন্দির পর এবার বাংলায় সম্প্রচারিত হবে ‘ব্যারিস্টার বাবু’ ধারাবাহিক। ১১ ফেব্রুয়ারী থেকে একটি জনপ্রিয় হিন্দি বেসরকারী টেলিভিশন চ্যানেলে শুরু হয় ধারাবাহিকটির সম্প্রচার। ‘ব্যারিস্টার বাবু’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অরা ভটনাগর ও প্রবিশ্ত মিশ্র। এই ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র সম্পূর্ণার ভূমিকায় রয়েছেন কলকাতার অভিনেত্রী পল্লবী মুখোপাধ্যায়।
বাংলায় ‘ব্যারিস্টার বাবু’ নিয়ে উচ্ছসিত পল্লবী। সংবাদমাধ্যমকে পল্লবী জানালেন যে লকডাউন থাকাকালীন তিনি শুনেছিলেন বেশ কয়েকটি হিন্দি ধারাবাহিক অন্য ভাষায় ডাবিং করা হবে। ‘ব্যারিস্টার বাবু’ বাংলায় দেখানো নিয়ে তিনি খুশি। এই ধারাবাহিকে বাঙালি সংস্কৃতিকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে বলে মনে করেন পল্লবী।
আরও পড়ুন: রিঙ্গোর নতুন থ্রিলারে সাহেব, পৃথা
বাংলায় সম্প্রচারিত নন-ফিকশন শো থেকে যাত্রা শুরু করেন পল্লবী। স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে সেই শোয়ে অংশগ্রহণ করলেও, বিচারকের পাশাপাশি তার অভিনয় ক্ষমতা মুগ্ধ করে দর্শকদের। এরপর ‘মীরা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি।
‘ব্যারিস্টার বাবু’র বাংলা অনুবাদটিতে সম্পূর্ণার নাম বদলে হবে বন্দিতা। একজন ষাটোর্ধ্ব ব্যক্তির সঙ্গে বিয়ে হয় কিশোরী বন্দিতার। কিছুদিন পরেই বন্দিতার স্বামী মারা যায়। একা এগোতে থাকে বন্দিতার জীবন। এরই মাঝে শহর থেকে ব্যারিস্টারি পাশ করে আসে অনিরূদ্ধ। ওকালতির পাশাপাশি নারী স্বাধীনতার জন্যও লড়াই করে সে। অনিরূদ্ধর দেখানো পথ কিভাবে বদলাবে বন্দিতার জীবন সেই নিয়েই গল্প ‘ব্যারিস্টার বাবু’।
বর্তমানে শুটিংয়ের কারণে মুম্বইতে রয়েছেন পল্লবী।