মহামায়ার রূপমাহাত্ম্য নিয়ে মুক্তি পেল ‘গৌরী’
RBN Web Desk: আকাশে শরতের তুলোপেঁজা মেঘ আর মাঠে, রাস্তার দু’ধারে কাশফুলের মেলা জানান দেয় তাঁর আগমনী বার্তা। সমস্ত অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির সূচনা। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষ আধুনিক হয়েছে। আধুনিকতার ছাপ পড়েছে কাজে, মানসিকতায়। কিন্তু এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কিছু মানুষ আজও ঐশ্বরিক মাহাত্ম্যের সম্মুখীন হয় এবং এখনও এমন অনেক স্থান আছে যা ঈশ্বরের মহিমাপূর্ণ। পুরাণে মহামায়ার লীলার কথা অনেকেই জানেন। কখনও তিনি গৌরী, কখনো সতী, কখনও বা কালী। সেই মায়েরই বিভিন্ন রূপমাহাত্ম্য নিয়ে সম্প্রতি মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘গৌরী’।
এই ছবির মূল চরিত্র কলকাতা নিবাসী সাংবাদিক বিবেক। সে প্রায়ই স্বপ্নে কাশবনে, লালপাড় সাদা শাড়ি পরিহিতা একটি মেয়েকে দেখতে পায়। তার জানতে ইচ্ছে করে কে সেই মেয়ে। ঘটনাচক্রে বিবেকের কাছে তার পত্রিকার জন্য গ্রামের দুর্গাপুজো নিয়ে একটি প্রতিবেদন লেখার নির্দেশ আসে। বন্ধু রজতের গ্রামের বাড়ির পুজোয় যাওয়ার সময় বারবার স্বপ্নে আসা ওই মেয়েটির সঙ্গে বিবেকের দেখা হয় ওই গ্রামেরই কাশবনে। ঠিক যেন স্বপ্নের মত। মেয়েটি হঠাৎ কোথাও অদৃশ্য হয়ে যাওয়ায় সেই পথেই রজতদের বাড়ির পূর্বতন কুলোপুরোহিতের সঙ্গে বিবেকের দেখা হয়ে যায়। তার সঙ্গে কথা বলে বিবেক জানতে পারে মেয়েটি ওনার একমাত্র নাতনি গৌরী। নিজের নাতনি সম্পর্কে ওই কুলোপুরোহিত যা-যা বলেন তাতে বিবেক হতবাক। তার দেখা স্বপ্নেরও কোনও ব্যাখা সে পায় না।
আরও পড়ুন: কোনটা আসল? মুক্তির তিন দশক পর বিতর্কে ‘আশিকি’র গান
ছবিতে অভিনয় ও পরিচালনায় রয়েছেন তানিশা মল্লিক ও চক্রবর্তী। গৌরির দাদুর ভূমিকায় রয়েছেন বোধিসত্ব মজুমদার। সঙ্গীত পরিচালনা করেছেন চক্রবর্তী ও রাজদীপ দাস। চিত্রগ্রহণে শান্তনু বেজ ও সঞ্জীব দাস, সম্পাদনায় শিবম সামন্ত।