এবার পর্দায় রোদ্দুর বিক্রির গল্প
RBN Web Desk: রোদ্দুর বিক্রি! এ আবার হয় নাকি? রোদ্দুর কি বিক্রি করার জিনিস যে তাকে টাকা দিয়ে কেনা যাবে! সত্যিই অবাক করার মতো বিষয়। সময়ের এই পরিহাস মুহূর্তে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি নিয়ে আসছেন পরিচালক অভিনব হালদার। ছবির নাম ‘জেনেসিস’।
রোদ্দুর কিভাবে বিক্রি সম্ভব? এ প্রশ্নের উত্তর এখনই জানালেন না পরিচালক। তবে তাঁর দাবি ‘জেনেসিস’-এর বিষয়বস্তু খুবই অবাক করা, সেখানে নাকি রোদ্দুর বিক্রি আছে এবং ইচ্ছে হলে যে কেউ কিনতে পারবে। সেক্ষেত্রে এই বিষয়বস্তুতে সত্যিই নতুনত্বের ছোঁওয়া থাকছে।
আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ
‘জেনেসিস’-এ অভিনয় করেছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, দিপান্বীতা নাথ ও অ্যানি সেন। ছবিটি সম্পাদনা করেছেন শিবম সামন্ত। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজদীপ দাশগুপ্ত। একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর এই প্রথমবার মুক্তি পেতে চলেছে এই ছবি।
আগামীকাল থেকে আড্ডাটাইমসে দেখা যাবে ‘জেনেসিস’।