কোনটা আসল? মুক্তির তিন দশক পর বিতর্কে ‘আশিকি’র গান

RBN Web Desk: মহেশ ভট্ট পরিচালিত ‘আশিকি’ ছবির ‘তু মেরি জ়িন্দেগি হ্যায়’ গানটি শোনেননি এমন শ্রোতা পাওয়া দুর্লভ। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ‘আশিকি’ হিন্দি ছবির ইতিহাসে অন্যতম সেরা মিউজ়িক্যাল হিট বলে গণ্য হয়ে থাকে। গীতিকার সমীরের কথায় ও নদিম-শ্রাবণের সুরে ‘তু মেরি জ়িন্দেগি হ্যায়’ সহ এই ছবির প্রায় সবকটি গান গেয়েছিলেন কুমার শানু ও অনুরাধা পড়োয়াল। মুক্তির তিন দশক পর এবার সেই গান ঘিরেই তৈরি হলো বিতর্ক।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি সাদাকালো ভিডিওতে দেখা গেছে পাকিস্তানের সঙ্গীতশিল্পী তাসাওয়র খানম ‘তু মেরি জ়িন্দেগি হ্যায়’ গানটি গাইছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশের দাবি, সত্তর দশকের কোনও এক সময়ে পাকিস্তানের জাতীয় টেলিভিশনে গানটি গেয়েছিলেন তাসাওয়র। এর কথা ও সুরের সঙ্গে ‘আশিকি’ ছবির গানটির অদ্ভুত মিল। স্পষ্ট করে না বললেও তাঁদের অভিযোগ, তাসাওয়রের গাওয়া গানটিই আসল। পরবর্তীকালে বিভিন্ন অনুষ্ঠানে গানটি গেয়েছিলেন তাসাওয়র। আর এই নিয়ে বিতর্কে উত্তাল সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুন: আবারও বুদ্ধদেবের ছবিতে চন্দন

তবে এত বছর পর বিষয়টি কেন খুঁচিয়ে তোলা হলো তাই নিয়েও উঠছে প্রশ্ন। বর্তমানে স্বজনপোষণ বিতর্কে উত্তাল হিন্দি ছবির জগত। এর মাঝেই ‘তু মেরি জ়িন্দেগি হ্যায়’ যে নতুন বিতর্কের ইন্ধন যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।

Was this the original?

Tassawar Khanum singing 'Tu Meri Zindagi Hai'. PTV footage

Gepostet von Radio Bangla Net am Samstag, 1. August 2020

 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *