সামনে উত্তমকুমার থাকবেন ভেবেই উত্তেজিত গৌরব
RBN Web Desk: অবশেষে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হতে চলেছে। প্রযুক্তির কল্যাণে এবারে দাদু উত্তমকুমারের সঙ্গে একই পর্দায় থাকার সৌভাগ্য হচ্ছে তাঁর। উত্তমকুমারের প্রয়াণের পর তেতাল্লিশ বছর পেরিয়ে গেছে। বাঙালি দর্শকের বরাবরের আফসোস রয়ে গেছে, এত তাড়াতাড়ি চলে যাওয়ায় বহু ভালো চরিত্রে তাঁকে দেখতে পাওয়া থেকে তাদের বঞ্চিত হতে হয়েছে।
তবু আবারও পর্দায় ফিরছেন তিনি। প্রযুক্তির হাত ধরে মৃত্যুর এত বছর পরে আবারও সেলুলয়েডের পর্দায় ফিরবেন উত্তমকুমার। হাঁটবেন, চলবেন, অভিনয় করবেন। সৃজিত মুখোপাধ্যায়ের ‘অতি উত্তম’ ছবিতে এমন ঘটনা শুধু যে সম্ভব হয়েছে তাই নয়, ছবির অন্য অভিনেতারা মহানায়কের সঙ্গে পর্দায় থাকতে পারবেন ভেবে উচ্ছ্বসিত। কিছুদিন আগে ছবির টিজ়ার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন গৌরবও।
আরও পড়ুন: এবার টেলিভিশনে ‘কড়ি দিয়ে কিনলাম’
তাঁর জন্মের চার বছর আগে প্রয়াত হয়েছেন উত্তম। ফলে দাদুকে কাছ থেকে দেখার সুযোগ হয়নি গৌরবের। এই ছবিতে তিনিই উত্তমকুমারের সঙ্গে চরিত্রদের যোগসূত্র বেঁধে দেবেন। ছবিতে তাঁর চরিত্রটি কেমন? “আমি এখানে গৌরব,” জানালেন তিনি। “ছবিতে আমি নিজের চরিত্রেই রয়েছি। আমার সঙ্গে দাদুর কথোপকথনের দৃশ্য থাকছে। সৃজিতদা খুব সুন্দর চিত্রনাট্য করেছে, একেবারে অবিশ্বাস্য একটা ব্যাপার বলা যায়!”
যেহেতু সামনে থেকে দাদুকে দেখার সৌভাগ্য হয়নি তাই উত্তমকুমার মানে তাঁর কাছে শুধুই ম্যাটিনি আইডল। “দাদু হিসেবে তাঁকে আমি পাইনি। বাবাও চলে গেছেন আমার খুব কম বয়সেই। আমি বাইরে পড়াশোনা করেছি। ফলে দাদু হিসেবে উত্তমকুমারকে জানার বা ভাবার সুযোগ সেভাবে আমার হয়নি,” বললেন গৌরব।
পর্দায় তাঁকে দেখার মাধ্যমেই প্রাথমিক পরিচয় ঘটেছে বাঙালির মহানায়কের সঙ্গে। “যখনই তাঁকে স্ক্রিনে দেখছি তখন তো তিনি উত্তমকুমার। পরে ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেও পুরনো অভিনেতাদের কাছে দাদু আর ছোটদাদুর (তরুণ কুমার) প্রচুর গল্প শুনেছি। উত্তমকুমার আমার কাছে কিংবদন্তি, একটা মিথ,” পরিষ্কার করে দিলেন গৌরব।
বাংলার সর্বশ্রেষ্ঠ তারকার সঙ্গে একই দৃশ্যে থাকবেন তিনিও। স্বাভাবিক কারণেই উত্তেজিত গৌরব জানালেন, “এইভাবে যে তাঁকে পাচ্ছি এটাই আমার কাছে বিরাট প্রাপ্তি। এই যে সামনে ওঁকে ভেবে নিয়ে অভিনয় করা, এটা যেমন ইন্টারেস্টিং, তেমনই চ্যালেঞ্জিং ছিল। প্রেক্ষাগৃহে বসে এটা দেখতে কেমন লাগবে সেটার জন্য আমি এবং বাড়ির সকলেই ভীষণভাবে অপেক্ষায় রয়েছি।”
আরও পড়ুন: “গল্প যখন এক, প্রতিযোগিতা থাকবেই”
এমন এক অসাধারণ ঘটনায় একটু ভয়ও করছে কি?
“ভয় বলব না,” বললেন গৌরব, “সামনে সত্যি দাদু থাকলে নিশ্চয়ই ভয় পেতাম। এখানে পুরো বিষয়টা খুব অন্যরকম। সারা পৃথিবীতে এমন কাজ কখনও হয়নি। সেটা আমরাই সবচেয়ে প্রথম করছি, এটা নিয়ে আমি খুবই গর্বিত।”
ডিসেম্বরে মুক্তি পাবে ‘অতি উত্তম’।