এত চরিত্রের মাঝেও ম্যাকবেথই একক নায়ক: গৌরব
RBN Web Desk: উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ অবলম্বনে রাজর্ষি দে তৈরি করেছেন ‘মায়া’। তবে ছবিতে ম্যাকবেথের নাম পাল্টে হয়ে গেছে মাইকেল। চরিত্রটি দরবার শর্মার (রাজা ডানকান) ডানহাত। মাইকেলের চরিত্রে রয়েছেন গৌরব চক্রবর্তী। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন রফিয়াত রশিদ মিথিলা। অন্যান্য চরিত্রে রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, কনিনীকা বন্দ্যোপাধ্যায়রা।
একসময় দরবারের সমস্ত কুকাজের সঙ্গী থাকলেও বর্তমানে তাকে সরিয়ে সেই জায়গায় নিজে বসতে চায় মাইকেল। এই কাজের পিছনে চালিকাশক্তি মৃণালিনী (লেডি ম্যাকবেথ)। এই চরিত্রে রয়েছেন তনুশ্রী।
“মাইকেল আমার থেকে সম্পূর্ণ আলাদা,” রেডিওবাংলানেট-কে বললেন গৌরব। “তার কথা বলা, আদবকায়দা, পোশাক, হাঁটাচলা সবটাই ব্যক্তি গৌরবের উল্টো। আমি যে কোনও ভাষা অনেক বেশি স্পষ্ট উচ্চারণ করি। সেখানে মাইকেলের কথায় অবাঙালি টান। এই সবকিছুই আমাকে ভীষণভাবে রপ্ত করতে হয়েছে। কাজটা করার আগে আমি ‘ম্যাকবেথ’-এর অন্য কোনও অ্যাডাপ্টেশন দেখিনি। আমার অভিনয়ের ওপর অন্য কারও প্রভাব পড়ুক সেটা আমি চাইনি। রাজর্ষিদার চিত্রনাট্য একদম অন্যরকম তাই আমি সেটাই অনুসরণ করেছি।”
আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার
সর্বোচ্চ ক্ষমতার উচ্চাকাঙ্খায় কৌশলে রাজাকে হত্যা করে ক্ষমতা দখল ও পরে দুর্নীতির চক্রে পড়ে ধ্বংস হয়ে যাওয়া, এই ছিল শেক্সপিয়রের বিখ্যাত রাজনৈতিক ট্র্যাজেডি ‘ম্যাকবেথ’-এর মূল বিষয়। নিয়তির অমোঘ পরিহাস ও মানবচরিত্রের নানা জটিল দিক নিয়ে লেখা এই নাটক একাধিকবার, বহু দেশে, বিভিন্ন আঙ্গিকে অভিনীত হয়েছে। এই নাটক অবলম্বনে ২০০৩ সালে বিশাল ভরদ্বাজের ‘মকবুল’ হলেও, বাংলা ছবিতে এর আগে ‘ম্যাকবেথ’ নিয়ে কোনও কাজ হয়নি।
‘মায়া’তে অসংখ্য তারকার ভিড়। সেখানে কি নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন গৌরব? “এতজন ভালো অভিনেতার সঙ্গে কাজ করার একটা বিশেষ সুবিধা রয়েছে। বাকিদের অভিনয়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিজের কাজ অনেক উন্নত করা যায়। আর যেহেতু ‘ম্যাকবেথ’, তাই অভিনয় দেখানোর অনেকটা সুযোগ ছিল এই ছবিতে। তবে এতগুলো চরিত্রের মাঝেও একক নায়কের ভূমিকাতেই আমাকে নিয়েছেন রাজর্ষিদা”, বললেন গৌরব।
এর আগে তিনি যেরকম চরিত্রে অভিনয় করেছেন, সেগুলোর বেশিরভাগই অনেকটা তাঁর মতো বলে জানালেন গৌরব। “এখানে মাইকেল যেহেতু একদম আলাদা একটা চরিত্র তাই প্রতিমুহূর্তে আমাকে অনেক বেশি সচেতন থাকতে হয়েছে অভিনয়ের ক্ষেত্রে যাতে সেখানে কোনওভাবে ব্যাক্তি গৌরবের প্রভাব না থাকে। মাঝেমধ্যে এরকম চরিত্রে অভিনয় করতে পারলে ভালো লাগে,” বললেন তিনি।
আরও পড়ুন: প্রথমবার বাংলা গানে রহমান
‘মায়া’র প্রেক্ষাপট ১৯৮৯ থেকে ২০২১-এর ভারত। এই সময়কালের মধ্যে ভারত তথা বাংলার আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবর্তন, সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠদের মধ্যে বিরোধ থেকে ক্ষমতা দখলের লড়াইয়ের মাধ্যমে নারীর ক্ষমতায়ন তাঁর ছবিতে দেখাবেন রাজর্ষি।
ছবির চিত্রনাট্য লিখেছেন ঈপ্সিতা দেবনাথ ও রাজর্ষি। চিত্রগ্রহণে আছেন ইন্দ্রনাথ মারিক। সঙ্গীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য। ছবিতে গান গাইবেন রূপঙ্কর বাগচী, সোমলতা আচার্য ও অনুপম রায়।
এই শীতেই মুক্তি পেতে চলেছে ‘মায়া’।