এবার নিজেই গোয়েন্দা হতে চাই: উষসী
RBN Web Desk: গোয়েন্দার স্ত্রী নয়, এবার নিজেই গোয়েন্দার চরিত্রে অভিনয় করতে চান বলে জানালেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। একটা সময় অঞ্জন দত্তর পরিচালনায় ব্যোমকেশ বক্সীর স্ত্রী সত্যবতীর চরিত্রে একাধিক ছবিতে দেখা গেছে তাঁকে। তবে নিজে কোনও গোয়েন্দার চরিত্রে অভিনয় করতে পারলে ভালো লাগবে বলে জানালেন তিনি।
করোনা ভাইরাসের জন্য দেশব্যাপী লকডাউনের জেরে ইন্ডাস্ট্রির সমস্ত কাজ এখন বন্ধ। স্থগিত রাখা রয়েছে ধারাবাহিকের শ্যুটিংও। কিভাবে সময় কাটছে তাঁর? “বই পড়ছি, নিজের পিএইচডির কাজটা এগিয়ে রাখছি। শ্যুটিং তো অনেকদিন বন্ধ থাকবে। তবে কিছুটা কাজ সেরে রেখেছিলাম আমরা,” রেডিওবাংলানেট-কে জানালেন উষসী।
বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’তে জুন আন্টির চরিত্রে অভিনয় করছেন তিনি। সত্যবতী ও জুন, এই দুই চরিত্রের মধ্যে কোনটা তাঁর বেশি পছন্দ? “এটা বলা খুব মুশকিল। নিজের দুই সন্তানের মধ্যে কে বেশি ভালো সেটা যেমন বলা যায় না, এক্ষেত্রেও তাই,” বললেন উষসী।
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
তবে জুন চরিত্রটি যে তাঁকে নতুন করে জনপ্রিয়তার শিখরে নিয়ে গেছে, সেটা মেনে নিলেন উষসী। “জুন চরিত্রটা খুব স্ট্রং। তবে সেটা পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলার পেছনে নিশ্চয়ই আমারও কিছুটা অবদান আছে। নাহলে নেগেটিভ চরিত্র তো বাংলা ধারাবাহিকে আগেও এসেছে। জুনকে নিয়ে লোকে সমালোচনা করে, ভিডিও বানায়, মিম তৈরি হয়, এগুলো আমার ভালোই লাগে। একটা নেগেটিভ চরিত্র, যাকে কেউ পছন্দ করে না, সেও তো মানুষের এতটা মনোযোগ আদায় করে নিতে পারছে। এটা অবশ্যই আমার অন্যতম প্রিয় চরিত্রগুলোর মধ্যে একটা।”
কোন ধরণের চরিত্রে তাঁকে ভবিষ্যতে দেখা যাবে? “নেগেটিভ চরিত্র এখনই আর করতে চাই না। জুনের ইমেজটা ভেঙে আমাকে বেরোতে হবে। ‘শ্রীময়ী’ শেষ হবার পর আর কোনও ধারাবাহিকে কাজ করব না। কিছু ছবির কাজ হাতে রয়েছে। সেগুলো মন দিয়ে করতে চাই।”
আগামী কোনও ছবিতে তাঁকে গোয়েন্দার চরিত্রে দেখা যেতে পারে বলেও জানালেন উষসী।