বন্ধ হলো ‘চিরদিনই আমি যে তোমার’ সহ চারটি ধারাবাহিক
RBN Web Desk: করোনার প্রকোপে প্রায় দু’মাস ধরে বন্ধ রয়েছে সমস্ত সিনেমা ও মেগাসিরিয়ালের শুটিং। ১৭ মার্চ ফেডারেশন অফ সিনে টেকনিশিয়নস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া, আর্টিস্টস ফোরাম, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (ইম্পা) ও প্রোডিউসার্স গিল্ডের এক যৌথ সভায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই মাঝে বন্ধ হয়ে গেল ‘চিরদিনই আমি যে তোমার’, ‘মঙ্গলচণ্ডী’, ‘কনক কাঁকন’ ও ‘নিশির ডাক’। সূত্রের খবর, ৩০ শতাংশ কম বাজেটে ধারাবাহিক প্রযোজনার প্রস্তাব দেওয়া হয়েছিল বিভিন্ন বেসরকারী বিনোদনমূলক চ্যানেলের তরফ থেকে। বর্তমানে প্রায় সব চ্যানেলই পুরোনো ধারাবাহিক সম্প্রচার করছে। কিন্তু নতুন পর্ব সম্প্রচার না হলে বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দেবেন না। অতএব চ্যানেলগুলির আয়ের পথও বন্ধ। তাই কোপ পড়েছ বাজেটে।
আরও পড়ুন: চোদ্দ বছর পর কথা, মুক্তি পেল ‘দূরে থাকা কাছের মানুষ’
নতুন ধারাবাহিকের ক্ষেত্রে বাজেট কমালে অসুবিধা হবে না। তবে দীর্ঘিদিন ধরে চলতে থাকা কোনও ধারাবাহিকের বাজেট কমলে আর্থিক সঙ্কটে পড়বেন শিল্পী, কলাকুশলী ও টেকনিশিয়নরা।