প্রথমবার এক ফ্রেমে প্রিয়াঙ্কা, দিব্যজ্যোতি
RBN Web Desk: দুজনেই বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ। আলাদাভাবে মেগাধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করলেও এই প্রথমবার এক ফ্রেমে ধরা দিতে চলেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও দিব্যজ্যোতি দত্ত। তবে এবার কোনও ধারাবাহিক নয়, একটি মিউজ়িক ভিডিওতে দেখা যাবে তাঁদের।
লালন ফকিরের বহুল জনপ্রিয় গান ‘মিলন হবে কতদিনে’ এবার নতুনভাবে সামনে আনছেন অর্ক কিরণ গুহ। তিনিই এই ভিডিওটির পরিচালক। সেই ভিডিওটিতেই থাকছেন প্রিয়াঙ্কা ও দিব্যজ্যোতি। গানটি গেয়েছেন অদিতি বসু।
আরও পড়ুন: এ বছরেই ফের চলচ্চিত্র উৎসব
প্রিয়াঙ্কা বললেন, ”’মিলন হবে কতদিনে’ ভীষণই পরিচিত একটি গান। সেই গানকেই নতুনভাবে উপস্থাপন করছি আমরা। আশা করছি দর্শকের ভালো লাগবে।”
ইতিমধ্যেই শেষ হয়েছে এই গানের শুটিং। দীপাবলিতে মুক্তি পেতে চলেছে মিউজ়িক ভিডিওটি।