আজকাল তাড়াহুড়ো করে ছবি তৈরি হচ্ছে, মনে করেন ঋত্বিক
RBN Web Desk: আজকাল খুব তাড়াহুড়ো করে ছবি তৈরি হচ্ছে বলে মনে করেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘মায়ার জঞ্জাল’ ছবিতে দেখা যাবে তাঁকে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ ও কমলিকা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ছবি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ঋত্বিক।
ছবি তৈরি করতে আরও বেশি সময় দেওয়া প্রয়োজন বলে মনে করেন। আজকাল ১০-১৫ দিনের মধ্যে একটা ছবির শুটিং শেষ হয়ে যায়। এতে ছবির গুণমান খারাপ হয়, এমনটাই মনে করেন তিনি। এক কম সময়ে শুটিংয়ের কারণে প্রচুর ছবি তৈরি হলেও, হাতে গোনা কয়েকটি ছাড়া দর্শকের ভালো লাগছে না, বললেন ঋত্বিক।
আরও পড়ুন: বাণিজ্যিক ছবিতেই ভরসা রাখতে চান নুসরত, যশ, ঋতুপর্ণা
২০২০ সালে তৈরি হলেও করোনা অতিমারীর কারণে এতদিন মুক্তি পায়নি ‘মায়ার জঞ্জাল’। ২৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।