এবার শীতে কি ফেলুদা-কাকাবাবু-ফেলুদা লড়াই?
RBN Web Desk: বাঙালির প্রিয়তম গোয়েন্দা চরিত্র ফেলু ও ব্যোমকেশকে এর আগে ডুয়েল লড়তে দেখা গেছে। তবে আর এক উল্লেখযোগ্য রহস্যসন্ধানী রাজা রায়চৌধুরী ওরফে কাকাবাবুর সঙ্গে ফেলুদার লড়াই বোধহয় এই প্রথম। এবার শীতে অন্তত সেরকম সম্ভাবনাই দেখা দিয়েছে।
বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদা, ব্যোমকেশ ও কাকাবাবুকে নিয়ে গত কয়েক বছরে একের পর এক ছবি তৈরি হয়েছে। ২০১৪ সালের ১৯ ডিসেম্বরে একই সঙ্গে মুক্তি পেয়েছিল পরিচালক সন্দীপ রায়ের ‘বাদশাহী আংটি’ ও অঞ্জন দত্ত পরিচালিত ‘ব্যোমকেশ ফিরে এলো’। তবে সে বছর বক্স অফিসে দুই গোয়েন্দা চরিত্র মুখোমুখি লড়াই করলেও অভিনেতা ছিলেন একজনই। তিনি আবীর চট্টোপাধ্যায়। ফেলু এবং ব্যোমকেশ, দুই ভূমিকায় দুটি ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাই সেখানে যুদ্ধটা অনেকটা তাঁর নিজের সঙ্গে নিজেরই ছিল।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
তবে এবার পরিস্থিতি অনেক বেশি জটিল।
সৃজিত মুখোপাধ্যায় নির্মিত ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ যা সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ অবলম্বনে তৈরি হয়েছে, মুক্তি পেতে চলেছে বড়দিনে। অন্যদিকে সৃজিত পরিচালিত ‘ফেলুদা ফেরত’ সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন ‘যত কান্ড কাঠমাণ্ডুতে’ও মুক্তি পেতে চলেছে ওই একই সময়ে। টালিগঞ্জ স্টুডিওপাড়ায় গুঞ্জন, ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ও ‘যত কান্ড কাঠমাণ্ডুতে’। তবে দুই ক্ষেত্রে পরিচালক একজনই।
তবে গল্পের এখানেই শেষ নয়। সত্যজিৎ রায়ের শতবর্ষ উপলক্ষে সন্দীপ রায়ও ফেলু ও প্রফেসর শঙ্কুকে নিয়ে তাঁর ট্রিবিউট ছবি তৈরি করছেন এ বছরেই। বড়দিন ছাড়া বছরের অন্য কোনও সময় সন্দীপ তাঁর ছবি প্রেক্ষাগৃহে আনেন না। তাই একই পরিচালকের কাকাবাবু ও ফেলুই শুধু নয়, আরও এক ফেলু কাহিনীও আসতে চলেছে ওই একই সময়ে। যদিও সন্দীপের ছবিটি নিয়ে প্রযোজনা সংস্থার তরফ থেকে এখনও কিছু জানা যায়নি। তবে ফেলুদার ভূমিকায় ইন্দ্রনীল সেনগুপ্তর নির্বাচন মোটামুটি পাকা।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
এদিকে গত বছরে ব্যোমকেশ কাহিনী নিয়ে নতুন ছবি না এলেও শোনা যাচ্ছে অভিনেতা যীশু সেনগুপ্তকে আবারও খুব শীঘ্রই সত্যান্বেষীর ভূমিকায় দেখা যেতে পারে। প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁর কথাবার্তাও প্রায় পাকা।
সব মিলিয়ে বড়দিনের শীতের আমেজে নেপাল থেকে আফ্রিকায় দাপিয়ে বেড়াবে বাঙালি গোয়েন্দারা। তাতে বক্স অফিসের লড়াই যেমনই হোক, আখেরে লাভ যে বাঙালি দর্শকেরই হবে তা বলাই বাহুল্য।