সৃজিতের ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজ়ে ধৃতিমান
RBN Web Desk: সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজ়ে অভিনয় করতে চলেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়। ‘ছিন্নমস্তার অভিশাপ’ গল্পে ব্যারিস্টার মহেশ চৌধুরীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই সিরিজ়ের তিন মূল চরিত্র ফেলুদা, তোপসে ও জটায়ুর ভূমিকায় থাকছেন যথাক্রমে টোটা রায়চৌধুরী, কল্পন মিত্র ও অনির্বাণ চক্রবর্তী। এছাড়া এই কাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র বীরেন্দ্র কারান্ডিকারের ভূমিকায় দেখা যাবে ঋষি কৌশিককে।
সত্যজিৎ রায়ের গোয়েন্দা চরিত্র প্রদোষ মিত্র ওরফে ফেলুদাকে নিয়ে এই সিরিজ়ে ‘ছিন্নমস্তার অভিশাপ’ ছাড়াও থাকছে ‘যত কান্ড কাঠমাণ্ডুতে’।
তবে এর আগেও ফেলুদাকে নিয়ে ছবিতে অভিনয় করেছেন ধৃতিমান। সন্দীপ রায়ের পরিচালনায় ‘গোরস্থানে সাবধান’ ছবিতে মূল খলচরিত্রে দেখা গেছে তাঁকে।
আরও পড়ুন: ঋত্বিক, মৃণাল, সত্যজিতের পৈতৃক বাড়ি সংরক্ষণের দাবি তুলল চলচ্চিত্র সংগঠন
‘ছিন্নমস্তার অভিশাপ’ কাহিনীর মূল চরিত্র মহেশ চৌধুরী। তিনি হাজারীবাগস্থিত ‘কৈলাশ’ নামক বাড়িটির মালিক। তাঁর তিন ছেলের মধ্যে একজন নিখোঁজ। হেঁয়ালিপ্রিয় ও অত্যন্ত বুদ্ধিমান মহেশ চৌধুরী ফেলুদার কাহিনীগুলোর মধ্যে অন্যতম বর্ণময় চরিত্র। তাঁর অকস্মাৎ মৃত্যুতদন্তে জড়িয় পরে ফেলু, তোপসে ও জটায়ু।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘প্রোফেসর শঙ্কু ও এল্ ডোরাডো’ ছবিতে শঙ্কুর নাম ভূমিকায় অভিনয় করেছেন ধৃতিমান।
বর্তমানে ডুয়ার্সে চলছে ‘ছিন্নমস্তার অভিশাপ’-এর শুটিং।
ছবি: অর্ক গোস্বামী