২০ দিনে ₹১.৮৭ কোটি আয়, কেক কাটল টিম ফেলুদা

কলকাতা: মুক্তির পর প্রথম ২০ দিনে ₹১.৮৭ কোটি আয় করেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ় ‘ফেলুদা ফেরত’-এর প্রথম সিজ়ন ‘ছিন্নমস্তার অভিশাপ’। যে কোনও বাংলা ওয়েব সিরিজ়ের ক্ষেত্রে এটাই সম্ভবত সর্বোচ্চ আয়। তাই গতকাল শহরে এক সান্ধ্য আসরে এই সিরিজ়ের সাফল্য উদযাপন করলেন শিল্পী ও কলাকুশলীরা। সৃজিত ছাড়াও উপস্থিত ছিলেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, কল্পন মিত্র, অরিন্দম গঙ্গোপাধ্যায়, জয় সরকার, শাহরিয়ার শাকিলরা।

“শাহরিয়ার সমস্ত ফেলুদা কাহিনীর ডিজিটাল (ওটিটি) স্বত্ব না কিনলে আমার পক্ষে কোনওদিনই ফেলুদা করা হয়তো সম্ভব হতো না। আমার ছোটবেলার স্বপ্ন সফল করার জন্য ওর প্রতি আমি কৃতজ্ঞ,” বললেন সৃজিত। 

নতুন ফেলুদারূপে দর্শকের প্রতিক্রিয়ায় আপ্লুত টোটা। তিনি জানালেন, “দু’দশক ধরে ছবির জগতে কাজ করছি। অথচ আজ রাস্তাঘাটে লোকে আমাকে ‘ফেলুদা’ বলে ডাকে। পিতৃদত্ত নামটা লোকে ভুলে গেছে। ফেলুদা আবেগ কী তা আবার নতুন করে বুঝতে পারছি। এতদিনের এত কাজ সব এই একটা চরিত্র এসে ধুয়েমুছে দিল। এর জন্য আমি সৃজিতের কাছে কৃতজ্ঞ। এক উঠতি গীতিকার একদিন আমাকে কথা দিয়েছিল সে কোনওদিন ফেলুদা করলে আমাকে নেবে। সে কথা রেখেছে। তবে আগামীদিনে আমার দায়িত্ব আরো বাড়ল, সেটা মনে রেখে কাজ করতে হবে,” বললেন টোটা। 

আরও পড়ুন: জটায়ুর সাহস

জটায়ুর ভূমিকায় থাকা অনির্বাণ জানালেন, “এত ভালো প্রতিক্রিয়া আসবে ভাবিনি। আমরা আরও অনেক বেশি সমালোচনা আশা করেছিলাম। আমি যদি দর্শকের জায়গায় থাকতাম তাহলে আমিও খারাপ লাগাটা জানাতাম। সেটাই স্বাভাবিক। তবে আমরা দারুণ মজা করে কাজ করেছি। সেটাই সবথেকে বেশি মনে আছে। আমরা সকলেই ভাগ্যবান যে ফেলুদার কোনও একটা কাজের সঙ্গে যুক্ত হতে পেরেছি।” 

সিরিজ়ে তোপসের ভূমিকায় অভিনয় করেছেন কল্পন। “অনেকেই খুব প্রশংসা করেছেন। পরিমিতি বোধ নিয়ে অনেকেই ভালো বলেছেন,” বললেন কল্পন। “তবে অনেকে সমালোচনাও করেছেন। আমার মনে হয় আমি যেভাবে কাজটা করছি সেটা ভুল নয়। তবে সমালোচনাগুলো শুনে কিছু জায়গায় সামান্য পরিবর্তন করার ইচ্ছে আছে। তবে ভালোর তো কোনও শেষ নেই। তাই উন্নতির চেষ্টা করে যেতে হবে। আশা করি ভবিষ্যতে দর্শক অভিযোগ করার সুযোগ কম পাবেন।”


প্রযোজনা সংস্থার কর্ণধার রাজীব মেহরা জানালেন, “সিরিজ়টা তৈরির সময় আমার সঙ্গে সৃজিতের অজস্রবার ঝগড়া হয়েছে। তবে ‘ফেলুদা ফেরত’ সব বয়সের মানুষকে ওটিটি দেখতে বাধ্য করেছে এটা সত্যিই সুখবর। প্রথম সাতদিনে আমরা ₹১ কোটির ওপর ব্যবসা করেছি। কালেকশন আরও বাড়ছে। এর জন্য সৃজিত ও দর্শকদের কাছে আমরা কৃতজ্ঞ।” 

তৃতীয় ও চতুর্থ সিজ়নের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে জানালেন সৃজিত। 

ছবি: রাজীব মুখোপাধ্যায়

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *