₹৬ কোটির ওপর ব্যবসা, ৫০ দিন পেরোলো ‘দুর্গেশগড়ের গুপ্তধন’
কলকাতা: পঞ্চাশ দিন পূর্ণ করল ‘দুর্গেশগড়ের গুপ্তধন’। সেই উপলক্ষ্যে গতকাল শহরের এক মাল্টিপ্লেক্সে কেক কেটে ছবির সাফল্য উদযাপন করলেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়, অভিনেতা আবীর চট্টোপাধ্যায়, সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ, ডিরেক্টর অফ ফোটোগ্রাফি সৌমিক হালদার ও শিশুশিল্পী কুচো। আবীর ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ইশা সাহা, অর্জুন চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, কৌশিক সেন, লিলি চক্রবর্তী, জুন মালিয়া ও দেবযানী চট্টোপাধ্যায়।
২৪ মে মুক্তি পায় ‘দুর্গেশগড়ের গুপ্তধন’। এখনও পর্যন্ত ছবিটি ₹৬ কোটির ওপর ব্যবসা করেছে বলে দাবী প্রযোজনা সংস্থার।
ছবির সাফল্য প্রসঙ্গে বলতে গিয়ে পরিচালক জানালেন, “এটা খুবই আনন্দের মুহূর্ত আমাদের কাছে, এমন দিন তো বারবার আসে না। দর্শক এভাবে সোনাদা (আবীর), ঝিনুক (ইশা) আর আবিরকে (অর্জুন) নিজের করে না নিলে কিছুই সম্ভব হত না।”
মিলবে বর্ধিত সার্ভিস চার্জ, ধর্মঘটে যাচ্ছে না ইম্পা
ছবিটা যে সফল হবে ভেবেছিলেন?
“ভেবেছিলাম বললে ভুল হবে, তবে দর্শকের ভালো লাগবে এমন আশা আমাদের সকলেরই ছিল। তবে সেটা এই পর্যায়ের সাফল্য পাবে সেটা সত্যিই ভাবিনি,” বললেন ধ্রুব।
এই সিরিজ়ের পরবর্তী ছবি নিয়ে এখনই কিছু বলতে চাইলেন না পরিচালক। তবে তার আগামী ছবিও থ্রিলার হবে সেটা ইতিমধ্যেই জানা গেছে।
সত্যজিৎ ও রেলভূত
বিক্রম অবশ্য সাফল্যের চাবিকাঠি পরিচালককেই কৃতিত্ব দিচ্ছেন। বললেন, “ধ্রুব পুরো হোমওয়র্ক করে মাঠে নামে। ও বলেই দিয়েছিল এই ছবির ক্ষেত্রে গল্পের উন্মোচনটাই হবে সঙ্গীতের মাধ্যমে। তাই এখানে এমন কিছু মিউজ়িক তৈরি করতে হবে যা গল্পের প্রতিনিধিত্ব করবে। সেটা মাথায় রেখে প্রচুর আসল বাদ্যযন্ত্র আমি ব্যবহার করেছি ছবিতে, যার প্রায় অর্ধেকই আমার নিজের হাতে বাজানো। যতরকম পারকাশন হতে পারে প্রায় সবই ব্যবহার করা হয়েছে। এমন কি ঢাকটাও কোনদিক থেকে বাজলে ঠিকঠাক এফেক্টটা আসবে, সেটা নিয়েও ভাবনাচিন্তা করেছি।”
আবহ সঙ্গীতের ক্ষেত্রে বাংলার গ্রামীণ প্রেক্ষাপটের কথা ভেবেই তিনি তালবাদ্যের ব্যবহার বেশী করেছেন বলে জানালেন বিক্রম।
ছবি: অর্ক গোস্বামী