পুরোনো মুখের ওপরেই ভরসা রাখেন নির্মাতারা, দাবী জুনের
RBN Web Desk: তাঁদের মত পুরোনো মুখের ওপরেই ভরসা রাখেন টেলিভিশন ধারাবাহিক নির্মাতারা, এমনটাই দাবী করলেন জুন মালিয়া। বর্তমানে ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এই জনপ্রিয় অভিনেত্রী। এছাড়াও একাধিক সফল ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে তাঁকে।
সংবাদমাধ্যমকে জুন জানালেন, ইদানিং ধারাবাহিকের মুখ্য চরিত্রে নতুন ছেলেমেয়েরা অভিনয় করলেও, তাঁদের মত পুরোনো শিল্পীদেরই নেওয়া হয় গুরুত্বপূর্ণ চরিত্রে। তাঁদের ট্র্যাক ঘিরেই আবর্তিত হয় ধারাবাহিকটির গল্প। আসলে নতুন অভিনেতা-অভিনেত্রীরা দর্শকদের কাছে তেমন পরিচিত নন। কিন্তু সিনিয়র শিল্পীরা সবাই পরিচিত মুখ। তিনি নিজেই তো গত ২৩ বছর ধরে টেলিভিশনে কাজ করছেন। তাই দর্শকের আগ্রহ ধরে রাখার জন্য তাঁদের ওপরেই বেশি আস্থা রাখেন প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ, বললেন জুন।
পুনরায় চালু হবে ইলোরা, জানিয়ে দিল মালিকপক্ষ
টেলিভিশনে ব্যস্ততার জন্যই ছবিতে বেশি অভিনয় করতে পারছেন না তিনি, এটাও বললেন জুন। তবে টেলিভিশন, ওয়েব সিরিজ়, পরিচালনা, সব ধরণের কাজই করছেন তিনি। ভবিষ্যতে ছবি পরিচালনা করারও ইচ্ছে আছে এই অভিনেত্রীর।