বিদ্রুপ করেই আমাকে বিখ্যাত করে দেওয়া হবে: দিতিপ্রিয়া
RBN Web Desk: দর্শকদের একাংশ বিদ্রুপ করেই তাঁকে বিখ্যাত করে দেবেন মনে হয়, এমনটাই বললেন দিতিপ্রিয়া রায়। জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রাণী রাসমণি-তে নামভূমিকায় অভিনয় করছেন দিতিপ্রিয়া।
সম্প্রতি পানিহাটি উৎসব মঞ্চে উঠে রাধারমণ দত্তের লেখা কলঙ্কিনী রাধা গানটি গান দিতিপ্রিয়া। দর্শকদের একাংশ অভিযোগ করেন, অত্যন্ত বেসুরো গলায় গানটি গেয়েছেন তিনি। মুহূর্তে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিয়োটি। দিতিপ্রিয়ার দিকে ধেয়ে আসে চোখা-চোখা বাক্যবাণ। অভিনেত্রীকে সমর্থন করে অপমানিত হন গায়িকা ইমন চক্রবর্তীও।
সংবাদমাধ্যমকে দিতিপ্রিয়া জানালেন, যতটা না তার অভিনয় নিয়ে কথা হয়, ব্যঙ্গ-বিদ্রুপ হয় তার থেকে অনেক বেশি। তবে অনেকেই আশ্চর্য হয়েছেন যে গোটা গানটা তিনি মুখস্থ গাইলেন কি করে। এই মাত্রাতিরিক্ত বিদ্রুপের জেরেই তিনি আরও বেশি জনপ্রিয় হয়ে যাবেন, বললেন বিরক্ত দিতিপ্রিয়া।
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
তবে বিদ্রুপ যাই হোক না কেন, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের বাংলায় ফিকশনভিত্তিক আরবান ১৫+ টিআরপি তালিকার এ সপ্তাহে ফের শীর্ষ অবস্থান করছে করুণাময়ী রাণী রাসমণি।
এর আগেও তাঁর সংলাপ উচ্চারণ নিয়ে বিদ্রুপের শিকার হয়েছেন ১৬ বছর বয়সী এই অভিনেত্রী।