থাকছেন না দিতিপ্রিয়া, জানালেন নিজেই
RBN Web Desk: প্রবল জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’তে আর দেখা যাবে না রানীমাকে। অর্থাৎ ধারাবাহিকে রাসমণির চরিত্রটি শেষ হতে চলেছে। তবে ধারাবাহিকটি শেষ হয়ে যাবে কিনা তা এখনও জানা যায়নি।
১৮৫৫ সালে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা করার ছ’বছর পর ১৮৬১-তে রাসমণির জীবনাবসান হয়। ধারাবাহিকে সেই সময়কাল অতিবাহিত হওয়ায় রাসমণির চরিত্রটি এবার শেষ হতে চলেছে। তবে যাঁর নামে ধারাবাহিক তিনি না থাকলে ধারাবাহিকটি আর চলবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার
ধারাবাহিকটির নামভূমিকায় অভিনয় করছেন দিতিপ্রিয়া রায়। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন জুনেই রানীমা চরিত্রের অংশ শেষ হতে চলেছে। যে ধারাবাহিক দিয়ে অভিনয় শুরু করেছেন দিতিপ্রিয়া, সেখানে তাঁর কাজ শেষের পথে। কেমন লাগছে তাঁর? উত্তরে দিতিপ্রিয়া জানিয়েছেন যে প্রতি সন্ধ্যায় দর্শকদের মতো তাঁরও নিজেকে টেলিভিশনে দেখার অভ্যাস হয়ে গিয়েছিল। রাসমণির চরিত্রে তিনি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। তাই খারাপ তো লাগবেই। শেষ পর্বের প্রোমো শুট করার সময় মনখারাপ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন তিনি।
রাসমণি চরিত্রটি শেষ হওয়ার পর আপাতত কিছুদিন বিরতি নিয়ে অতিমারীর পর বড়পর্দা ও অন্যান্য কাজে মন দেবেন বলে জানিয়েছেন দিতিপ্রিয়া।
ছবি: স্বাতী চট্টোপাধ্যায়