ইন্দ্রাণীর সঙ্গে কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই, দাবি দেবশ্রীর
RBN Web Desk: ইন্দ্রাণী হালদারের সঙ্গে তাঁর কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই, দাবি অভিনেত্রী দেবশ্রী রায়ের। কয়েক বছর আগে ‘দিদি নম্বর ১’-এর একটি সিজ়নের সঞ্চালনা করেছিলেন তিনি। তারও আগে অভিনয় করেছেন ‘মহাভারত’, ‘বিরাজ বউ’ ও ‘নগরপারে রূপনগর’-এর মতো ধারাবাহিকে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘দেনা পাওনা’ ধারাবাহিকেও ছিলেন তিনি। রাজনীতির পাট শেষ করে অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন দেবশ্রী। এবার তাঁকে মেগাধারাবাহিক ‘সর্বজয়া’র নামভূমিকায় দেখা যাবে।
চ্যানেলের তরফে সদ্য প্রকাশিত প্রোমোতে দেখা গেছে সর্বজয়া এক একান্নবর্তী পরিবারের গৃহবধূ। বিয়ের পর নিজের সব স্বপ্ন জলাঞ্জলি দিয়ে সংসারের কল্যাণের জন্য নিবেদিতপ্রাণ এক মধ্যবয়স্কা গৃহিণী সে। স্বামী ও মেয়ের উৎসাহে নিজের পুরোনো পরিচয়ে ফিরতে চাইলেও বাধা হয়ে দাঁড়ায় তার শ্বশুরবাড়ি।
আরও পড়ুন: শেষ দৃশ্যে ভাঙা হোল্ডার, সত্যজিতের জয়জয়কার
এই প্রোমো প্রকাশিত হওয়ার পরই দর্শকদের একাংশ ‘সর্বজয়া’কে আর এক প্রবল জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’র সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। ‘শ্রীময়ী’র নামভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রাণী হালদার। অনেকের ধারণা দেবশ্রী, কুশল চক্রবর্তী ও মৌমিতা গুপ্ত অভিনীত ধারাবাহিকটি ‘শ্রীময়ী’র কাহিনী থেকে অনুপ্রাণিত। অনেকে আবার টেলিভিশনে দেবশ্রী ও ইন্দ্রাণীর লড়াই দেখা যাবে বলেও সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন।
তবে দর্শকের এ হেন ভবিষ্যৎবাণীকে উড়িয়ে দিয়েছেন দেবশ্রী নিজেই। ইন্দ্রাণীর নয়, বরং লড়াইটা তাঁর নিজের সঙ্গে, সংবাদমাধ্যমকে বলেছেন দেবশ্রী। এত বছর পর টেলিভিশনে ফেরাকে তিনি একরকম চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন। একে তিনি নিজের যুদ্ধ, প্যাশন এবং এক অন্য অনুভূতি বলে বর্ণনা করেছেন। যে দর্শক তাঁকে চিরকাল ভালোবেসেছে, তাঁদের কাছে আবার নিজেকে গ্রহণযোগ্য করে তোলাই তাঁর প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন দেবশ্রী।
তবে এই মুহূর্তে বড়পর্দায় অভিনয় করার কথা ভাবছেন না তিনি। বড়পর্দায় কাজের পরিবেশ আগের মতো নেই বলেই মনে করেন দেবশ্রী। আপাতত ধারাবাহিকে মন দিয়ে অভিনয় করাই তাঁর একমাত্র উদ্দেশ্য বলে জানিয়েছেন আশি-নব্বই দশকের একাধির মেগাহিট ছবির নায়িকা।