বেকারত্ব নিয়ে কমেডি ছবি ‘একটু সরে বসুন’, মুক্তি পেল ট্রেলার
কলকাতা: মজাদার ছবি, হাসির ছবি। তবে অকারণে হাসি নয়। এ এক বুদ্ধিদীপ্ত ব্যাঙ্গাত্মক হাসির ছবি যার গল্প লেখা হয়েছিল বিংশ শতাব্দীর প্রথমভাগে। লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়, ওরফে বনফুল। সেই ‘পাশাপাশি’ গল্প নিয়ে এই শতাব্দীতে স্যাটায়রধর্মী ছবি ‘একটু সরে বসুন’ তৈরি করেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। অভিনয়ে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, ইশা সাহা, পাওলি দাম, রজতাভ দত্ত, লোকনাথ দে, বিশ্বনাথ বসু, মানসী সিংহ, পরান বন্দোপাধ্যায়, পায়েল সরকার ও মৌমিতা পণ্ডিত। গতকাল মুক্তি পেল ছবির ট্রেলার।
‘একটু সরে বসুন’-এর গল্প কী নিয়ে?
বেগুন বাগিচার গুড্ডু বা গুরুপদ দাশগুপ্ত বেকার। সে ঠিক করে পরিবারের একটি মূল্যবান সম্পত্তি বিক্রি করে সেই টাকায় কলকাতায় চাকরি খুঁজতে যাবে। কলকাতায় আছে তার দূর সম্পর্কের আত্মীয় ফটিকদা। সে কি গুড্ডুকে চাকরি দেবে?
মৌমিতা পণ্ডিত
“এটা সোশ্যাল কমেডি ছবি। অর্থাৎ শুধুই হাসি নয়, হাসির মোড়কে একটা বিশেষ কিছু বলতে চাওয়া। মূলত চাকরি পাওয়া না পাওয়া এবং তাকে ঘিরে আরও নানা ঘটনা ঘটছে ছবিতে যা সে যুগের সঙ্গে আজও সমান প্রাসঙ্গিক,” জানালেন কমলেশ্বর।
আরও পড়ুন: টেলিভিশন ধারাবাহিকে ফিরছেন শ্বেতা
“কমেডির ক্ষেত্রে এরকম কর্পোরেট-মডার্ন-গ্ল্যামারাস চরিত্র, এই কম্বিনেশনটা মেয়েদের জন্য খুব একটা লেখা হয় না,” বললেন পাওলি, “আমার অভিনীত চরিত্রের নাম রোকেয়া। এরকম চরিত্র আমার কেরিয়ারে আগে কখনও আসেনি। কমলদার সঙ্গে এটা আমার চতুর্থ কাজ। উনি এই চরিত্রটা আমাকে ভেবেই লিখেছেন। কমেডির মধ্যে দিয়ে ছবির এই বক্তব্যটা আমাকে খুব টেনেছে।”
লোকনাথ দে
গুড্ডুর ছোটবেলার বান্ধবী পিউয়ের চরিত্রে রয়েছেন ইশা। তিনি জানালেন, “পিউ খুব সাধারণ মেয়ে। গুড্ডুর সঙ্গে তার বয়সের তফাৎ অনেকটাই। তবে রোকেয়ার সঙ্গে গুড্ডুর সম্পর্ক পরিণত দুজন মানুষের। পিউ একটু মুখরা এবং সোজাসাপ্টা কথা বলে। চরিত্রগুলো এমন যে সব মিলিয়ে খুব মজার একটা ছবি হয়েছে, দর্শকের ভালো লাগবেই।”
গুড্ডুর বাবার চরিত্রে রয়েছেন লোকনাথ। “আমার চরিত্রের নাম বল্লভ। সে খুব মজার বাবা। সব বাবার মতো সেও চায় ছেলে চাকরি পাবে। তবে সবটাই খুব মজার মোড়কে। হাস্যরস ব্যাপারটা এই ছবিতে একদম সঠিক পরিমাণে রয়েছে। প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী খুব ভালো কাজ করেছেন। আশা করছি দর্শক ভালো গল্প ও ভালো অভিনয় দেখবেন এবং হাসবেনও।”
ছবির চিত্রনাট্যও লিখেছেন কমলেশ্বর। সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র, রণজয় ভট্টাচার্য ও অনিন্দ্য চট্টোপাধ্যায়। চিত্রগ্রহণে রয়েছেন সৌরভ বন্দোপাধ্যায়, সম্পাদনায় অর্ঘ্যকমল মিত্র। গানগুলি গেয়েছেন অরিজিৎ সিংহ, অন্বেষা দত্তগুপ্ত, রূপঙ্কর বাগচী ও সুনিধি চৌহান।
২৪ নভেম্বর মুক্তি পাবে ‘একটু সরে বসুন’।
ছবি: স্বাতী চট্টোপাধ্যায়