আবারও হাসপাতালে ভরতি ঐন্দ্রিলা শর্মা
RBN Web Desk: ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গতকাল রাতে তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, ঐন্দ্রিলার ব্রেন স্ট্রোক হয়, কোমায় রয়েছেন তিনি।
কর্কটরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন ঐন্দ্রিলা। ক্যানসার জয় করে কাজে ফিরেছিলেন ‘জিয়নকাঠি’র অভিনেত্রী। কিছুদিন আগে ‘ভাগাড়’ ওয়েব সিরিজ়ে দেখা গেছে তাঁকে। ক্যানসার থেকে সুস্থ হয়ে নিয়মিত কাজও শুরু করেছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন: শেষ যাত্রায় ব্রাত্য, পথ হেঁটেছিলেন মাত্র কয়েকজন
হাসপাতাল সূত্রের খবর, আপাতত চিকিৎসক টিমের কড়া নজরে রয়েছেন তিনি। তবে ৪৮ ঘণ্টা না কাটা পর্যন্ত ঐন্দ্রিলার শারীরিক অবস্থা নিয়ে কিছু বলতে চাইছেন না চিকিৎসকরা। আপাতত অভিনেত্রীর শরীরের এক দিক সম্পূর্ণ অসাড়। বাঁ হাত সামান্য নাড়াচাড়া করতে পারছেন বলে জানা গিয়েছেন।
ছবি: সংবাদ প্রতিদিন