মুম্বইও কি “ঘটিয়া”? প্রথম ছবি মুক্তির আগেই পাততাড়ি গোটালেন অনুরাগ কশ্যপ

RBN Web Desk: কয়েকদিন আগে বাংলা ছবিকে “ঘটিয়া” অর্থাৎ জঘন্য বলে কটাক্ষ করেছিলেন অনুরাগ কশ্যপ (Anurag Kashyap)। হিন্দি ছবির মানও পড়েছে তবে সেটা সেকেন্ড ফ্লোর থেকে। সেখানে বাংলা ছবি এভারেস্ট থেকে নিচে পড়েছে বলেছিলেন অনুরাগ। তাঁর মন্তব্যে সমালোচনার ঝড় বয়ে যায় বাংলা ছবির জগতে।

এবার বাংলার পাশাপাশি হিন্দি ছবিকেও সম্ভবত ঘটিয়া ভাবছেন অনুরাগ। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ বলেন, যতদিন যাচ্ছে, মূলধারার হিন্দি ছবি তাঁকে হতাশ করছে। এই ইন্ডাস্ট্রির কাজ দেখে তিনি ক্লান্ত। ইদানিং ছবি তৈরির আগে কীভাবে সেটা বেচতে হবে, তা নিয়ে সবাই বেশি ব্যস্ত। ছবি তৈরির মধ্যে আজ আর কোনও আনন্দ নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন ‘ব্ল্যাক ফ্রাইডে’ ও ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর মতো ছবির পরিচালক।

আরও পড়ুন: বহুদিন পর বাংলায় টানটান থ্রিলার

মুম্বই ইন্ডাস্ট্রির কাজের ধরণ ও মানসিকতা নিয়েও বিরক্তি প্রকাশ করেন অনুরাগ। মুম্বইয়ে শুধুই রিমেক চলছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে তৈরি হওয়ার ২২ বছর পর মুক্তি পেতে চলেছে অনুরাগের প্রথম ছবি ‘পাঁচ’ (Paanch)। এই ছবিতে অভিনয় করেছিলেন কেকে মেনন (KK Menon), আদিত্য শ্রীবাস্তব, বিজয় মৌর্য, তেজস্বিনী কোলহাপুরে (Tejaswini Kolhapure) ও শরত সক্সেনা।

২০২৫-এর প্রথমদিকেই ছবিটি মুক্তি পাওয়ার কথা।

Anurag Kashyap

 

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *