বড়দিনেই প্রেক্ষাগৃহে, আশাবাদী টিম ‘প্রধাণ’
RBN Web Desk: বড়দিনেই সম্ভবত মুক্তি পেতে চলেছে অভিজিৎ সেনের ছবি ‘প্রধাণ’। সম্প্রতি কলকাতায় ছবির প্রথম পোস্টার প্রকাশ অনুষ্ঠানে এমন ইঙ্গিতই দিলেন তিনি। ছবির নামভূমিকার রয়েছেন দেব। অভিজিতের ‘টনিক’-এর পর আবারও দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে।
দেবও জানালেন, “সবকিছু ঠিকঠাক থাকলে বড়দিনেই প্রেক্ষাগৃহে আসবে ‘প্রধাণ’। আমরা আশাবাদী।”
ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৌমিতৃষা কুণ্ডু, অনির্বাণ চক্রবর্তী, মমতা শঙ্কর, কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও বিশ্বনাথ বসু। একটি বিশেষ চরিত্রে রয়েছে সোহম চক্রবর্তী। এর আগে অভিজিতের প্রজাপতি ছবিতে কাজ করেছেন মমতা শঙ্কর ও কনীনিকা।
আরও পড়ুন: গ্ল্যামার কোথায়? জিজ্ঞাসা করেছিলেন জ়ীনত
অনির্বাণকে নিয়ে ছবিতে এক দারুণ চমক রয়েছে বলে জানালেন অভিজিৎ।
ছবির শ্যুটিং শেষ। এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ।