ব্যাগভর্তি টাকা হাতিয়ে ‘৩৬ ঘণ্টা’ পলাতক কৌশিক
RBN Web Desk: ওয়েব সিরিজ়ের এই জমানায় থ্রিলারই সবথেকে জনপ্রিয়। বিভিন্ন সিরিজ়ে থ্রিলারের নানা আঙ্গিক দর্শকের সামনে পেশ করা হচ্ছে। এর মধ্যে রাজনৈতিক থ্রিলারও বেশ কয়েকটি রয়েছে। সেই ঘরানার নতুন সংযোজন হতে চলেছে জন হালদারের পরিচালনায় ‘৩৬ ঘণ্টা’।
এই সিরিজ়ের কেন্দ্রীয় চরিত্র নীহার (কৌশিক রায়) পেশায় ব্যবসায়ী। আর্থিক টানাটানির কারণে সে মোটা টাকা ধার করতে বাধ্য হয়। এদিকে শেয়ার বাজার ধ্বসে যাওয়ার ফলে সেই টাকা ডুবে যায়। পাওনাদারদের টাকা মেটানোর জন্য নীহার তার এক পার্টনারের কাছে যাওয়া মনস্থির করে। পার্টনারের কাছে যাওয়ার পথে, রাস্তায় সে একটি দুর্ঘটনা কবলিত গাড়ি দেখতে পায়। সেই গাড়িতে রাখা অনেক টাকা দেখে লোভ সংবরণ করতে পারে না নীহার। টাকাগুলো তুলে নিয়ে ফিরে আসার সময় সে রাস্তা গুলিয়ে ফেলে। আশ্রয় নেয় এক জঙ্গলে। ব্যাগভর্তি টাকা হাতিয়ে নীহার জড়িয়ে পড়ে লোভ, প্রতারণা ও এক রাজনৈতিক জালে।
কৌশিক ছাড়াও এই সিরিজ়ের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্লাবন বসু, রিয়া গঙ্গোপাধ্যায়, দেবশ্রী রায় ও সোমনাথ চক্রবর্তী।
কৌশিক জানালেন, “এর আগেও সাধারণ মানুষের চরিত্রে কাজ করেছি। তবে ভীত, পলাতক এক লোভ-জর্জরিত মানুষের সূক্ষ্ম অভিব্যক্তি ফুটিয়ে তোলা বেশ কঠিন ছিল।’
সিরিজ়ের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সঞ্জয় ভট্টাচার্য। তিনি বললেন, “‘৩৬ ঘণ্টা’ লেখার সময়ে আমাকে প্রতিনিয়ত বর্তমান সমাজকে একটি আয়নার সামনে দাঁড় করাতে হয়েছে। এই কাহিনি এক সাধারণ মানুষের। পরিস্থিতির শিকার হয়ে তাকে লোভের মাশুল গুনতে হয়।”
আরও পড়ুন: ৪০ বছর পর পরিচালনায় ফিরছেন বিশ্বজিৎ
জন জানালেন, “বর্তমান সময়ে এই সিরিজ়ের কাহিনি খুবই প্রাসঙ্গিক। বিপদে পড়লে আমাদের কাছের মানুষেরাও কীভাবে বদলে যায় পারে এবং লোভ আমাদের প্রতিদিন কতটা মারাত্মক পরিণতির দিকে ঠেলে দেয়, সেই বার্তাই আমি দিতে চেয়েছি।’
সিরিজ়ে সৃজনশীল পরিচালকের দায়িত্বও পালন করেছেন প্লাবন। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন অনীর।
এ মাসেই ‘৩৬ ঘণ্টা’ ক্লিক ওটিটিতে মুক্তি পাবে।