ছবি ছেড়ে কেন দিদি নাম্বার ওয়ান, জানালেন রচনা
RBN Web Desk: শুরু হয়েছে দিদি নাম্বার ওয়ান-এর অষ্টম সিজ়ন। গত চার বছর ধরে জনপ্রিয় এই গেম শোয়ের কাণ্ডারী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। একসময় বড় পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন রচনা। বাংলা ছাড়াও হিন্দী, ওড়িয়া, তামিল ও তেলুগু ভাষার ছবিতে কাজ করেছেন। এমন কি অমিতাভ বচ্চনের বিপরীতে সূর্যবংশম ছবিতেও দেখা গেছে তাঁকে।
কিন্তু হঠাৎ বড় পর্দা ছেড়ে শুধু এই গেম শো নিয়ে পড়লেন কেন?
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
সংবাদমাধ্যমকে রচনা জানালেন, দিদি নাম্বার ওয়ান উপস্থাপনা করতে গিয়ে মানুষের জীবনের সঙ্গে জুড়ে গিয়েছেন তিনি। সাধারণ মহিলাদের দিদিগিরি তাঁকে অনুপ্রেরণা দেয়। এরপর আর সংলাপ মুখস্থ করে ক্যামেরার সামনে অভিনয় করতে ভালো লাগে না তাঁর। প্রতিযোগীরা এসে বলেন, উপহার পেতে নয়, শুধু আপনার সঙ্গে জীবনের গল্প ভাগ করে নিতে এসেছি। এরকম কথা শুনলে ছবিতে অভিনয় করাটা তাঁর কাছে আর কোনও গুরুত্ব পায় না, এমনটাই বললেন রচনা।