আরও বেশি ছুটিতে যেতে চান দিদি নাম্বার ওয়ান
RBN Web Desk: পুত্র প্রনীলকে কথা দিয়েছেন আরও বেশি সময় দেবেন তাকে। আর তাই নতুন বছরে তাকে নিয়ে আরও বেশি ছুটি কাটাতে যেতে চান দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়।
কাজের চাপে খুব একটা ঘুরতে যাওয়া হয় না রচনার। প্রায় প্রতিদিনই শ্যুটিং থাকে এই জনপ্রিয় গেম শো-এর। তাই নিয়ে প্রনীলের অভিযোগও কম নয়।
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
সংবাদমাধ্যমকে রচনা জানালেন, প্রনীল খুব তাড়াতাড়ি বড় হচ্ছে। একটা বয়সের পর আর তাঁর সাথে কোথাও বেড়াতে যেতে চাইবে না। বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যেতেই পছন্দ করবে। তাই এখন যতটা সম্ভব সময় কাটাতে চান ছেলের সাথে। এছাড়া আগামী বছর থেকে ছেলের দাবী অনুযায়ী তাকে কম বকাবাকি করবেন তিনি, এমনটাই জানালেন রচনা।