নতুন মোড়ের পথে রাখি বন্ধন
RBN Web Desk: এবার পালাবদল ঘটতে চলেছে রাখি বন্ধন ধারাবাহিকে। কাহিনীতে আসছে নতুন মোড়। প্রায় দুবছর ধরে চলা দুই ভাইবোনের গল্প—রাখি ও বন্ধন—যথেষ্ট সমাদর পেয়েছে দর্শক মহলে। তবে টিআরপি তালিকায় আরও ভালো স্থানে থাকার লক্ষ্যে গল্পে পরিবর্তন আনতে চলেছে প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ।
সূত্রের খবর অনুযায়ী আগামী কয়কটি পর্বের মধ্যে বয়স অনেকটাই বেড়ে যাবে রাখি ও বন্ধনের। টেলিজগতের পরিভাষায় একে বলা হয় টাইম লিপ। অর্থাৎ, এক ধাক্কায় কেন্দ্রীয় কয়েকটি চরিত্রের বয়স বাড়িয়ে দেওয়া হয় গল্পে গতি আনার জন্য। রাখি ও বন্ধনের চরিত্রে নতুন দুই অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে শ্যুটিংও শুরু হয়ে গেছে বলে সূত্রের দাবী। বর্তমানে রাখি ও বন্ধন, এই দুটি চরিত্রে অভিনয় করছে কৃতিকা চক্রবর্তী ও সোহম বসু রায়চৌধুরী।
যে মৃত্যু আজও রহস্য
সম্প্রতি আরেকটি জনপ্রিয় ধারাবাহিক কে আপন কে পর-এও টাইম লিপ দেখানো হয়েছ। চার শিশুচরিত্র সুপুরি, কোয়েল, অনু এবং তিন্নির বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে অনেকটাই। নেওয়া হয়েছে নতুন শিল্পী। পালাবদলের পর এই ধারাবাহিকটি টিআরপি তালিকায় আগের থেকে ভালো ফল করছে বলেই দাবী চ্যানেল কর্তৃপক্ষের।