বিফলে গেল বিদ্রুপ, ফের সেরা রাণী রাসমণি
RBN Web Desk: পানিহাটি উৎসব মঞ্চে উঠে বেসুরো গলায় গান, আর তাই নিয়ে চোখা-চোখা বাক্যবাণ। তাঁকে সমর্থন করে অপমানিত গায়িকা ইমন চক্রবর্তী। কিন্তু সব সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের বাংলায় ফিকশনভিত্তিক আরবান ১৫+ টিআরপি তালিকার এ সপ্তাহে ফের সেরা করুণাময়ী রাণী রাসমণি, যার নামভূমিকায় অভিনয় করছেন দিতিপ্রিয়া রায়। দিতিপ্রিয়ার গাওয়া কলঙ্কিনী রাধা গানটি নিয়ে গত কয়েকদিন সমালোচনার ঝড় বয়ে গেছে সোশাল মিডিয়ায়।
তবে বিশেষজ্ঞদের মতে, গানের গলা তাঁর যেমনই হোক না কেন, দিতিপ্রিয়ার অভিনয় দক্ষতা নিয়ে কোনওদিনই সন্দেহ ছিল না করোর। সেটারই প্রতিফলন সাপ্তাহিক এই টিআরপি তালিকায়।
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
দ্বিতীয় স্থানে রয়েছে শ্যামা মেয়ের গল্প কৃষ্ণকলি। রাণী রাসমণির সাথে তার পার্থক্য মাত্র ০.২।
এ সপ্তাহের আরবান ১৫+ তালিকার প্রথম দশে রয়েছে ১২টি ধারাবাহিক।
১. করুণাময়ী রাণী রাসমণি (১২.০)