খনার বচনে ফিরলেন ঋ
RBN Web Desk: খনার বচন ধারাবাহিক দিয়ে আবার টেলিভিশনে ফিরলেন ঋতুপর্ণা সেন ওরফে ঋ। প্রায় আট বছর পর ফের ছোট পর্দায় দেখা যাবে তাঁকে। খনার বচনে একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন তিনি।
সংবাদমাধ্যমকে ঋ জানালেন, তিনি যে চরিত্রটিতে অভিনয় করছেন সেটির নাম জয়ত্রী। সম্পর্কে সে খনার সৎমা। নানারকম ভাবে খনাকে অপদস্থ করতে থাকে জয়ত্রী। এরকম একটি চরিত্রে অভিনয় করতে পেরে তিনি খুশি, বললেন এই অভিনেত্রী।
বিশ্বনাথের বারাণসী, বারাণসীর বিসমিল্লাহ
এর আগে জয় কালী কলকত্তাওয়ালীর কয়েকটি পর্বে অভিনয় করেছিলেন ঋ। সেই অর্থে খনার বচনই তার ধারাবাহিকভাবে ছোট পর্দায় ফিরে আসা, দাবী করলেন তিনি।
ইতিমধ্যেই রাজর্ষি দে-এর শুভ নববর্ষ ছবির কাজ শেষ করেছেন ঋ। শীঘ্রই মুক্তি পাবে এই ছবিটি।