এবার তেপান্তরে প্রকৃতির কোলে থিয়েটার উৎসব

RBN Web Desk: তৃতীয় বর্ষে পদার্পণ করতে চলেছে বেঙ্গল রেপার্টরি আয়োজিত নাট্যধারা থিয়েটার উৎসব। পরপর দু’বছর সফলভাবে এই নাট্যোৎসব আয়োজনের পর এবার বোলপুরের কাছেই তেপান্তর নাট্যগ্রামে অনুষ্ঠিত হতে চলেছে এই উৎসব।

২০১৮ সালে প্রথমবার নাট্যোৎসবের ভাবনাচিন্তা করেছিল বেঙ্গল রেপার্টরি। মূলত নিওক্ল্যাসিকাল ঘরানা নিয়ে কাজ করে থাকে এই গোষ্ঠী। দলটির মূল লক্ষ্যই হলো ধ্রুপদী এবং নিওক্ল্যাসিকাল নাটকের ওপর কাজ করতে থাকা তরুণ প্রজন্মের নাট্য পরিচালকদের সঙ্গে দর্শকের পরিচিতি ঘটানো।

“তথাকথিত কলকাতার নাট্যদল হওয়া সত্বেও আমরা শহুরে প্রসেনিয়াম মঞ্চ প্রথা ভেঙে প্রকৃতির কোলে নাটক প্রদর্শন করতে চলেছি,” জানালেন বেঙ্গল রেপার্টরির সম্পাদক ঋক অমৃত। “নতুন দর্শকদের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করতে চাই। আমরাই প্রথম নাট্যদল যারা পশ্চিমবঙ্গে ‘ডেস্টিনেশন থিয়েটার’ নিয়ে কাজ করছি।”

আরও পড়ুন: শেষ না করে ওঠা যায় না

নাট্যধারায় বিভিন্ন নৃত্য ও সংগীতানুষ্ঠানের পাশাপাশি মঞ্চস্থ হবে চিদাকাশ কলালয়ের ‘পদ্ম প্রভৃতকম’, বীরভূম সংস্কৃতি বাহিনীর ‘বেহুলা লখিন্দর পালা’, এবং আমরার ‘ম্যাকবেথ’, অল্টারনেটিভ লিভিং থিয়েটারের ‘ঘরে ফেরার গান’ ও থিয়েটার শাইনের ‘তোমার ডাকে’।

২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ অবধি চলবে নাট্যধারা ২০২০।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *