রজতাভ এবার মৃণাল সেন
কলকাতা: হতে চেয়েছিলেন সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটকের মত নামকরা পরিচালক। কিন্তু তাঁর ছবি চলে না, দেখে না কেউ। নতুন ছবি করার তাগিদে বাড়িও বন্ধক রাখেন। ধানবাদে শ্যুটিং করতে গিয়ে জড়িয়ে পড়েন এক নীল-ছবি তৈরির চক্রে। এদিকে কয়লা শহরের কুখ্যাত মাফিয়া হন্যে হয়ে খুঁজছে তাঁকে।
পরিচালক সৌরভ চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ় ধানবাদ ব্লুজ়-এ এক ব্যর্থ চিত্র পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন রজতাভ দত্ত। চরিত্রের নাম মৃণাল সেন। ওয়েব মাধ্যমে রজতাভর এটাই প্রথম কাজ।
রেডিওবাংলানেট-কে রজতাভ জানালেন, “ওয়েব সিরিজ়ে অভিনয় করার প্রস্তাব এর আগেও পেয়েছি। তবে সেগুলো কোনওটাই মনঃপূত হয়নি বলে করিনি। ধানবাদ ব্লুজ় গল্পটা দুর্দান্ত আর এই মৃণাল সেন খুব ডার্ক এবং জটিল একটা চরিত্র।”
রক্তবরণ মুগ্ধকরণ
রজতাভ ছাড়াও এই সিরিজ়ে আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায়। তারও এটাই ওয়েব মাধ্যমে প্রথম অভিনয়। রজতাভর সহকারী ঋদ্ধিমার চরিত্রে দেখা যাবে তাঁকে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিব্যেন্দু ভট্টাচার্য, রূপাঞ্জনা মিত্র ও ইমরান হাসনি।
যেহেতু গল্পের পটভূমি ধানবাদের ঝরিয়া অঞ্চল এবং কয়লা মাফিয়া নিয়ে ছবি, তাই বিশ্বাসযোগ্য করে তোলার জন্য প্রচুর ভায়োলেন্স থাকছে ধানবাদ ব্লুজ়-এ, সংবাদমাধ্যমকে জানালেন সৌরভ।