রান্নাঘরে জুটি বাঁধলেন বনি-প্রিয়াঙ্কা
RBN Web Desk: আবারও জুটি বাঁধলেন বনি সেনগুপ্ত (Bony Sengupta) ও প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। তবে এবার সেই জুটি হলো রান্নাঘরে। কারণ এবার দুজনকে একসঙ্গে দেখা যাবে পরিচালক বাপ্পার ‘রবিন’স কিচেন’ ছবিতে। এছাড়াও ছবিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সান্তনু নাথ ও সাশ্রীক গঙ্গোপাধ্যায়।
ছবির নামভূমিকায় রয়েছেন বনি। রবিনের ক্যাফে নিয়েই এগোয় ছবির গল্প। রবিনের বিপরীতে নীহারিকার চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা। রবিন তার ক্যাফের নাম রাখে রবিন’স কিচেন। ছোটবেলা থেকেই তার শখ মায়ের হাতের একটা বিশেষ রান্না সকলকে খাওয়ানোর। সেই রান্না হলো চিজ়ি তন্দুরি চিকেন। সেই ইচ্ছা নিয়েই রবিন শুরু করে তার নতুন ক্যাফে এবং কিছুদিনের মধ্যে বেশ জনপ্রিয়ও হয়ে ওঠে।
আরও পড়ুন: জাতীয় পুরস্কার থেকে বাদ পড়ল ইন্দিরা গান্ধী ও নার্গিসের নাম
এদিকে পাড়ার স্থানীয় নেতা অরিত্রর নজর রবিনের ক্যাফে এবং তার বান্ধবী নীহারিকার ওপর গিয়ে পড়ে। ক্যাফেটা হাতিয়ে নেওয়ার চেষ্টায় রবিনের অনুপস্থিতিতে সে নীহারিকাকে অপহরণ করে। এবার কী করবে রবিন? ছবির শেষে থাকছে এক দারুণ টুইস্ট।
ছবির শুটিং হয়েছে কলকাতায়। কিছুদিন আগেই শেষ হয়েছে শুটিং। এ বছরেই মুক্তি পাবে ‘রবিন’স কিচেন’।