পুরুলিয়ায় ফিল্ম সিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর
RBN Web Desk: পুরুলিয়ায় ফিল্ম সিটি গড়ে তোলার কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠকে, জেলায় একটি পূর্ণাঙ্গ ফিল্ম সিটি গড়ে তোলার জন্য রাজ্যের পর্যটন বিভাগ ও পুরুলিয়া জেলা প্রশাসনের সহায়তায় ফিল্ম সিটি গড়তে বেসরকারি বিনিয়োগে ১০ একর জমি দেবেন বলে জানান মুখ্যমন্ত্রী। এই কাজে মমতা রাজ্যের বণিক সভাগুলিকে এগিয়ে আসার আহ্বান জানান।
পাহাড়-জঙ্গল ঘেরা পুরুলিয়ায় একাধিক ছবির শ্যুটিং হয়েছে। তালিকায় রয়েছে ‘হীরক রাজার দেশে’, যার শ্যুটিং হয়েছিল জয়চন্ডী পাহাড়ে। এছাড়া ‘উত্তরা’, ‘লড়াই’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘জানালা’, ‘উড়ণচণ্ডী’র মতো ছবিরও শ্যুটিং হয়েছে পুরুলিয়ায়। বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত হিন্দি ছবি ‘লুটেরা’র একটি বড় অংশের শ্যুটিং হয় পুরুলিয়ায়।
আরও পড়ুন: ‘হত্যাপুরী’ থেকে বাদ পড়লেন অনির্বাণ
প্রশাসনিক বৈঠকে পর্যটনে যুক্ত থাকা একটি সংস্থার প্রতিনিধিরা জানান তাঁরা ফিল্ম সিটি গড়তে ইচ্ছুক। রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে কথা বলে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন মমতা।