ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বায়োপিকে দেব?
RBN Web Desk: বাঘাযতীন এর পর এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (Ishwar Chandra Vidyasagar)? টালিগঞ্জে কান পাতলে শোনা যাচ্ছে বিদ্যাসাগরকে নিয়ে তৈরি হতে চলেছে ছবি আর সেখানে অভিনয় করবেন দেব (Dev)। ইদানিং দেব যেভাবে ছবি নির্বাচন করছেন সেখানে কোথাও উঠে আসছে সামাজিক উত্থানের কাহিনি, কোথাও বা বলা হচ্ছে সম্পর্কের মধ্যে বন্ধনের কথা। ‘টনিক’, ‘প্রজাপতি’, ‘প্রধান’-এর পাশাপাশি গত কয়েকবছরে তাঁর ঝুলিতে জমেছে বাংলার মাটির গল্প নিয়ে তৈরি ‘গোলন্দাজ’ ও ‘বাঘাযতীন’-এর মতো ছবি।
এই মুহূর্তে নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকলেও শোনা যাচ্ছে ভোটের পরেই দেব শুরু করে দেবেন বিদ্যাসাগর ছবির কাজ। সেক্ষেত্রে দেব কি নিজেই বিদ্যাসাগরের ভূমিকায় অভিনয় করবেন নাকি শুধুমাত্র ছবিটি প্রযোজনা করবেন তা এখনও স্পষ্ট নয়। কারণ বিদ্যাসাগরের জীবনীনির্ভর ছবি করতে গেলে তাঁর সঙ্গে চেহারাগত সাদৃশ্য রয়েছে এমন অভিনেতাই প্রয়োজন। বলা বাহুল্য দেবের শারীরিক গঠন তার সঙ্গে মেলে না। ফলে তিনি আদৌ এই ছবিতে অভিনয় করবেন কিনা প্রশ্ন থেকে যাচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশি থ্রিলারে স্বস্তিকা
ছবিটি পরিচালনা করার কথা অরুণ রায়ের। তিনি গতবছর দেবকে নিয়ে ‘বাঘাযতীন’ ছবিটি করেছেন। এছাড়াও সাম্প্রতিককালে ‘হীরালাল’ এবং ‘৮/১২’ ছবিদুটি পরিচালনা করেছেন অরুণ। এই মুহূর্তে তিনি ক্যান্সারে আক্রান্ত। দেশপ্রেমের ছবি করতেই ভালোবাসেন তিনি। সুস্থ হয়ে উঠে বছরের শেষ দিকে ছবির শুট শুরু করতে পারেন অরুণ, এমনটাই আশা করা হচ্ছে।
এছাড়াও এই বছরেই মুক্তি পাবে দেবের আরও দুটি ছবি। একটি সুজিত দত্তের পরিচালনায় ‘খাদান’ (Khadaan) এবং অপরটি সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় টেক্কা (Tekka)।
ছবি: RBN আর্কাইভ