আবারও চমক বিবেক অগ্নিহোত্রীর
RBN Web Desk: আবারও চমক দিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ‘দ্য কাশ্মীর ফাইলস’ ও ‘ভ্যাকসিন ওয়ার’-এর পর তিনি এবার বড়পর্দায় মহাভারতকে আনতে চলেছেন নতুন রূপে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ছবির ফার্স্ট লুক প্রকাশ করেছেন বিবেক।
পদ্মভূষণপ্রাপ্ত লেখক সন্তেশিবারা লিঙ্গনাইয়া ভিরাপ্পার বই ‘পর্ব’ (১৯৭৯) নিয়ে একই নামের ছবি করতে চলেছেন বিবেক। তিনটি পর্বে মুক্তি পাবে এই ছবি। পরিচালকের দাবি, মহাভারত ইতিহাস না পুরাণ, এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে তাঁর ছবিতে।
আরও পড়ুন: প্রবীর-বিজয়ের চেনা মেজাজে মগজাস্ত্রের ছোঁয়া
‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পর হইচই ফেলে দিয়েছিলেন বিবেক। এমনকী খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর প্রশংসা করেছিলেন। এদিকে গত সপ্তাহেই মুক্তি পেয়েছে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। তবে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মতো এ ছবিটি তেমন সাড়া ফেলতে পারেনি।