এক সপ্তাহ জুড়ে টানটান পর্ব নিয়ে হাজির ‘ক্ষীরের পুতুল’
RBN Web Desk: রাজা স্যমন্তকের দুই রানি। সুয়োরানি সাগরিকা ও দুয়োরানি সুধা। একবার রাজা দেশবিদেশ ভ্রমণ করে ফেরার পথে সুয়োরানির জন্য বহু মূল্যবান উপহার ও দুয়োরানির জন্য একটি কালো বানর নিয়ে এলেন। পছন্দ না হওয়ায় সুয়োরানি সমস্ত উপহার ছুঁড়ে ফেলে দেয়। ওদিকে দুয়োরানির সেই কালো বানরের বুদ্ধিতে ঘটতে থাকে একের পর এক ঘটনা। অবনীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় রূপকথার গল্প অবলম্বনে ২৭ জুলাই থেকে টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে ‘ক্ষীরের পুতুল’। আজ থেকে এক সপ্তাহ জুড়ে এই ধারাবাহিকে থাকছে বিশেষ কিছু চমক। রহস্যভেদ হতে চলেছে নক্ষত্রগড়ের রানিমার সিংহাসন নিয়ে। দুই রানির মধ্যে কে পাবে এই অধিকার?
ধারাবাহিকের প্রোমোতেই দেখা গিয়েছিল দ্বীপনগরের দুয়োরানিকে। তার বাস ছোট একটি কুঁড়েঘরে। আর রানির কন্ঠে শোনা ‘লাল টুকটুকে সোনার মানিক স্বপন দিয়ে গড়া’ গানটি যেন ছোটবেলার নস্ট্যালজিয়াকে নাড়া দিয়ে যায়। ছোটবেলায় মা, ঠাকুমাদের কাছ থেকে রূপকথার রাজা রানির গল্প শুনে কল্পনার জগতে পাড়ি জমাত বহু বীরপুরুষের দল। যুদ্ধ-যুদ্ধ খেলায় মাথায় রাংতার মুকুট পরে নিজেকে রাজপুত্র ভাবত ‘পথের পাঁচালি’র অপুও। কিন্তু বর্তমানে সুপারহিরোদের ভিড়ে কোথাও যেন হারিয়ে যাচ্ছিল বাংলার সুয়োরানি, দুয়োরানি, ব্যঙ্গমা-ব্যঙ্গমীর গল্প।
আরও পড়ুন: কোনটা আসল? মুক্তির তিন দশক পর বিতর্কে ‘আশিকি’র গান
‘নকশি কাঁথা’র পর আবার কোনও ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সুমন দে। ‘ক্ষীরের পুতুল’-এ তিনি রাজা স্যমন্তক। দুয়োরানির চরিত্রে অভিনয় করছেন ‘চোখের বালি’ খ্যাত সুদীপ্তা রায়। সুয়োরানির ভূমিকায় রয়েছেম শ্রীতমা রায়চৌধুরী।
আজ থেকে ৯ আগস্ট পর্যন্ত সম্প্রচারিত হবে ‘ক্ষীরের পুতুল’-এর বিশেষ পর্ব।