মধ্যপ্রদেশে বাংলা ছবি, থাকছেন মিমি-দেব
RBN Web Desk: ‘কেলোর কীর্তি’ ছবিতে তাঁদের শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল। এছাড়াও রাজ চক্রবর্তীর ‘যোদ্ধা’ ও বিরসা দাশগুপ্তর ‘শুধু তোমারই জন্য’তে একই ফ্রেমে ছিলেন তাঁরা। ‘কেলোর কীর্তি’র ছ’বছর পর আবারও একটি বাংলা ছবিতে জুটি হিসেবে তাঁদের দেখতে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল।
সূত্রের খবর, মধ্যপ্রদেশের একটি প্রযোজনা সংস্থা বাংলা ছবি তৈরি করতে উদ্যোগী হয়েছে। ছবিটি পরিচালনা করবেন ঋষিকিং। ছবির নাম ‘প্রেমের কথা’। মিমি ও দেবের সঙ্গে তাঁদের কথাবার্তা প্রায় পাকা। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ওম সাহানির থাকার কথা।
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
জানা গেছে, এক পুলিশ অফিসারের মৃত্যুকে ঘিরে সাইকোলজিক্যাল প্রেমের কাহিনি এই ছবির প্রেক্ষাপট। ভোপাল, পাঁচমারী, ইন্দোর ও পান্নায় হবে ছবির শ্যুটিং।
মধ্যপ্রদেশ পর্যটন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, সে রাজ্যে প্রবাসী বাঙালির সংখ্যা অনেক। তাই এই ছবি পশ্চিমবঙ্গ ও ওই রাজ্যের বাঙালিদের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করবে। তাছাড়া মধ্যপ্রদেশের ভ্রমণ কেন্দ্রগুলি পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে আরও বেশি জনপ্রিয় হবে বলে মনে করেন তিনি।
জুন-জুলাই নাগাদ ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা।