রাজ্যের সব মাল্টিপ্লেক্সে এবার ভবিষ্যতের ভূত

কলকাতা: রাজ্যের সবকটি মাল্টিপ্লেক্সে এবার মুক্তি পেতে চলেছে অনীক দত্তর ছবি ‘ভবিষ্যতের ভূত’। ১৫ ফেব্রুয়ারি প্রথমবার মুক্তি পায় ছবিটি। কিন্তু মুক্তির ঠিক একদিনের মাথায় শহরের সমস্ত হল থেকে কোনও অজানা কারণে তুলে নেওয়া হয় এই ছবি। অগ্রীম টিকিটের টাকাও ফেরত দেওয়া হয় দর্শককে। বলা হয়, ছবি বন্ধ করার নির্দেশ এসেছে ‘ওপর মহল’ থেকে।

এই ঘটনায় সরব হন বাংলা চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত একাংশ। মেট্রো চ্যানেলে ও অ্যাকাডেমীর সামনে প্রতিবাদ সভায় যোগ দেন শহরের বিশিষ্টজনেরা। মিছিল বেরোয় দক্ষিণ কলকাতায়। সেই মিছিলে অংশ নেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, বরুণ চন্দ, বুদ্ধদেব দাশগুপ্ত, সোহাগ সেনের মতো ব্যক্তিত্বরা। এর সঙ্গে প্রযোজকদের তরফে আইনি পদক্ষেপও নেওয়া হয়। তারই জেরে সুপ্রিম কোর্ট ১৫ ও ২৫ মার্চ দুটি আলাদা নির্দেশে রাজ্য সরকারকে জানিয়ে দেয় ‘ভবিষ্যতের ভূত’ ছবিটির প্রদর্শন অবিলম্বে শুরু করতে হবে।

নাগরিক নিঃসঙ্গতাকে বিষয় করে আসছে সোহাগ সেনের নতুন নাটক

সূত্রের খবর, ৫ এপ্রিল থেকে মধ্য ও দক্ষিণ কলকাতা, সল্টলেক ও নিউ টাউনের সবকটি মাল্টিপ্লেক্সে দেখা যাবে ‘ভবিষ্যতের ভূত’। বেলুড়, মধ্যমগ্রাম, লিলুয়া, হাওড়া ও শিলিগুড়ির মাল্টিপ্লেক্সেও মুক্তি পেতে চলেছে এই ছবি। দেখা যাবে রাজ্যের বিভিন্ন একক প্রেক্ষাগৃহেও। এছাড়াও জামশেদপুরে একই দিনে মুক্তি পাচ্ছে ছবিটি।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *