সৌমিত্রজ্যেঠুর নামের আগে ‘প্রয়াত’ লেখা হবে না, জানালেন পরমব্রত

কলকাতা: প্রশ্ন এলো, ছবির টাইটেল কার্ড তৈরির সময় যাঁর বায়োপিক তাঁর নামের আগে ‘লেট’ বা ‘প্রয়াত’ শব্দ বসবে কিনা। কিছুটা সময় নিলেন পরিচালক। সত্যিই কি উনি নেই? মনেও তো থাকে না। মনে হয় আছেন আগের মতোই। কিন্তু না, চটজলদি সিদ্ধান্ত নিলেন পরিচালক। লেখা হবে না ‘প্রয়াত’ শব্দটি। কিংবদন্তী অভিনেতার মৃত্যু হতে পারে না। যত দিন ছবি চলবে, যত দিন এই ছবির চর্চা হবে, তত দিন বেঁচে থাকবেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

সৌমিত্রর জীবন অবলম্বনে বায়োপিক ‘অভিযান’ পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। গতকাল শহরে মুক্তি পেল সেই ছবির ট্রেলার। সৌমিত্র ও পরমব্রত ছাড়াও ছবির বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত (তরুণ বয়সের সৌমিত্র), পাওলি দাম (সুচিত্রা সেন), সোহিনী সরকার (মাধবী মুখোপাধ্যায়), রুদ্রনীল ঘোষ (রবি ঘোষ), পদ্মনাভ দাশগুপ্ত (অনুপ কুমার), তুহিনা দাস (ওয়াহিদা রহমান), দুলাল লাহিড়ী (ছবি বিশ্বাস), বাসবদত্তা চট্টোপাধ্যায় (দীপা চট্টোপাধ্যায়) ও সোহিনী সেনগুপ্ত (পৌলমী বসু)। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যাবে উত্তমকুমারের চরিত্রে।

আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে

“সৌমিত্রজ্যেঠু এমন একজন বটবৃক্ষ, তিনি যতদিন ছিলেন তখন হয়ত আমরা ততটা বুঝিনি। কিন্তু এখন উনি নেই বলে প্রতি মুহূর্তে বুঝতে পারছি ওনার প্রয়োজনীয়তা ঠিক কতটা। তাই উনি নেই এ কথা আমি মানতে নারাজ। উনি সবসময় আমাদের মধ্যেই থাকবেন, সেই জন্য হৃদয়ের কথা শুনেই ‘প্রয়াত’ শব্দটা আমি রাখতে পারলাম না,” বললেন পরমব্রত।

দীর্ঘদিন ধরে সৌমিত্রর ওপর গবেষণা করার পরেই এই ছবিতে হাত দিয়েছেন পরমব্রত। ‘অভিযান’ তাঁর কাছে স্বপ্নপূরণের মতোই কোনও ঘটনা বলে মনে করেন তিনি। অন্য যে কোনও ছবির অভিজ্ঞতা থেকে স্পষ্টতই ‘অভিযান’কে তিনি আলাদা রাখতে চান বলে জানালেন পরমব্রত। “ছবিটা মুক্তি পাবার পর দর্শক নিশ্চয়ই তার ভালো মন্দ বিচার করবেন। তবে যতই কাটাছেঁড়া হোক, আমার ওপর সেটার খুব একটা প্রভাব পড়বে না। কারণ এই কাজটা করতে পারাটাই একটা বিরাট সৌভাগ্যের কথা। আমি নিশ্চয়ই চাইব সকলে তাঁদের মূল্যবান মতামত দেবেন, কিন্তু এই ছবিটা আমার কাছে সেই মূল্যায়নের থেকে ওপরে থাকবে,” জানালেন পরমব্রত।




তবে তিনি এ কথাও মেনে নিলেন যে এই ছবির শুরুর উদ্যোগটা তিনি নিজে নেননি। এই ছবিটি করার কথা যাঁর মাথায় প্রথম এসেছিল তিনি বিশিষ্ট চিকিৎসক শুভেন্দু সেন, যাঁর লেখা গল্প ‘শ্রাবণের ধারা’তে এর আগে কাজ করেছেন সৌমিত্র, পরমব্রত ও বাসবদত্তা।

“আজ আমার জীবনের একটা বিশেষ দিন,” জানালেন যীশু। “যাঁর চরিত্রে অভিনয় করেছি তিনি শুধু আমাদের ইন্ডাস্ট্রির নয়, গোটা ভারতের অভিনেতাদের গডফাদার। পরম অসাধারণ কাজ করেছে। একজন অভিনেতার ৬০ বছরের অভিনয় জীবন ধরা মোটেও সহজ কাজ নয়। জ্যেঠুর জীবনের প্রায় প্রতিটা অংশ উঠে এসেছে এই ছবিতে। এই ধরণের ছবি তো বারবার পাব না।” এই ছবি তাঁর এবং পরমব্রতর জন্য বিরাট সৌভাগ্যের ব্যাপার বলেই মনে করেন যীশু। 

আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে

‘অভিযান’-এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন হয়েছে পদ্মনাভ, পরমব্রত ও শুভেন্দু। চিত্রগ্রহণ করেছেন আপ্পু প্রভাকর, পোশাক পরিচালনায় ছিলেন সাবর্নী দাস। সম্পদনা করেছেন সুমিত চৌধুরী। ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। 

মে মাসের শেষার্ধে মুক্তি পাবে ‘অভিযান’। 

ছবি: গার্গী মজুমদার

 



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *