আসছে ‘মিসম্যাচ ২’, প্রথমবার বাংলা ওয়েব সিরিজ়ে রিয়া সেন
কলকাতা: এই প্রথমবার কোনও বাংলা ওয়েব সিরিজ়ে অভিনয় করতে চলেছেন রিয়া সেন। গতবছর ‘মিসম্যাচ’-এর সাফল্যের পর এবার আসতে চলেছে এই কমেডি সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন। আর এবার এই সিরিজ়ের সবচেয়ে বড় চমক রিয়া সেন। দীর্ঘ বিরতির পর বাংলায় কাজ করতে এলেন তিনি।
‘মিসম্যাচ’-এর দ্বিতীয় পর্বে গল্পের সঙ্গে সঙ্গে নতুন চরিত্রও আনা হচ্ছে। তবে মূল পর্বের মতই প্রধান চরিত্রে রেচেল ওয়াইট, রাজদীপ গুপ্ত ও মৈনাক বন্দোপাধ্যায় থাকছেন। আগের মতই এই পর্বের পরিচালনা করবেন সৌমিক চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শ্যুটিংও।
সম্প্রতি শহরের এক ক্যাফেতে সাংবাদাকিদের মুখোমুখি হয়েছিলেন ‘মিসম্যাচ ২’-এর শিল্পীরা। রিয়া জানালেন, “কলকাতায় আবার কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। এরকম গল্প নিয়ে বাংলায় আগে কখনও কাজ হয়নি। আমি নিজে ওয়েব সিরিজ় নিয়ে খুবই উৎসাহী এবং এরকম বেশ কয়েকটি কাজ করছিও।”
শব্দ যখন ছবি আঁকে
এবারের গল্প দুই দম্পতি আবীর (রাজদীপ) ও মিশকা (রিয়া) এবং অনির্বাণ (মৈনাক) ও অদিতিকে (রেচেল) নিয়ে। মিশকা ও অনির্বাণের একে অন্যের প্রতি আকৃষ্ট হওয়া ও তাই নিয়ে দুই দম্পতির মধ্যে গড়ে ওঠা নানান জটিলতা এবং তার মজাদার সমাধান নিয়েই এগোবে এবারের সিজ়ন।