অবশেষে বকেয়া পারিশ্রমিক পেতে চলেছেন শিল্পীরা, জানালো ফোরাম
কলকাতা: অবশেষে বকেয়া পারিশ্রমিক পেতে চলেছেন বাংলা ধারাবাহিকে কর্মরত অভিনেতা-অভিনেত্রীরা। ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরামের পক্ষ থেকে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গতকাল সন্ধ্যায় ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া’য় তরফ থেকে বকেয়া পারিশ্রমিক সংশ্লিষ্ট বেসরকারী বিনোদনমূলক চ্যানেলগুলির মাধ্যমে তাঁরা হাতে পেয়েছেন। ফোরাম কর্তৃপক্ষ সেই টাকা আজ শিল্পীদের হাতে তুলে দেবেন।
২৫ মে ফোরামের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনে দাবী করা হয় যে প্রযোজক রানা সরকারের সংস্থা ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া’র সঙ্গে জড়িত পাঁচটি ধারাবাহিকের শিল্পীদের প্রাপ্য টাকা বকেয়া রয়েছে এবং প্রয়োজনে তা আদায়ের জন্য গণ আন্দোলনে নামতে পারে সংগঠনটি। যে পাঁচটি ধারাবাহিক নিয়ে সমস্যার সৃষ্টি হয় সেগুলি হল ‘জয় বাবা লোকনাথ’, ‘আমি সিরাজের বেগম’, ‘খনার বচন’, ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ ও ‘প্রথম প্রতিশ্রুতি’। এই ধারাবাহিকগুলির শিল্পী ও কলাকুশলীদের পাঁচ কোটিরও বেশি টাকা বকেয়া রয়েছে বলে অভিযোগ করা হয়। সেদিনের সাংবাদিক সম্মেলনে ফোরামের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন পার্থসারথি দেব, শঙ্কর চক্রবর্তী, ভরত কল, বিদিপ্তা চক্রবর্তী, রূপা ভট্টাচার্য, দিগন্ত বাগচী, সৌমিলী বিশ্বাসের মত শিল্পীরা।
তিন মূর্তি ও পায়ের তলায় সরষে
এরপর ১১ জুন এক প্রেস বিজ্ঞপ্তিতে ফোরাম জানিয়ে দেয় রানা সরকার তিনটি মুখ্য বাংলা বেসরকারী বিনোদনমূলক চ্যানেলকে বকেয়া পারিশ্রমিক মেটানোর জন্য প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন।
তবে আজকের বিজ্ঞপ্তিতে ফোরাম জানিয়েছে যে ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া’র সঙ্গে কাজ করা বহু কলাকুশলী এখনও তাঁদের পারিশ্রমিক পাননি। ১০ জুন দাগের তরফে প্রযোজক রানা সরকার নো অবজেকশন চিঠি পাঠানোর পরেও টেকনিশয়নদের ফেডারেশন ও চ্যানেলগুলির তরফে কলাকুশলীদের পারিশ্রমিক মেটানোর ব্যাপারে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে চরম আর্থিক সমস্যায় থাকা কলাকুশলীদের পাওনা টাকা তাঁদের হাতে অবিলম্বে তুলে দেওয়া দাবী জানিয়েছে ফোরাম।
তবে কলাকুশলীদের পাওনা টাকা সংক্রান্ত সমস্যায় ফোরাম তাঁদের পাশে রয়েছে বলে জানানো হয়েছে। ফোরামের তরফে ফেডারেশন ও চ্যানেল কর্তৃপক্ষকে এই বিষয়ে বিবেচনা করে দেখতে অনুরোধ করা হবে।
ছবি: RBN আর্কাইভ