যুগলের ব্যক্তিগত কথা শুনে ‘বেলাইন’ পরাণ

RBN Web Desk: ভুল নম্বর থেকে ফোন আসা এমন কিছু ব্যতিক্রমী ঘটনা নয়। কিন্তু এই ভুল নম্বরের চক্করে যদি রহস্যময় কিছু ঘটে? এমনই এক রহস্য রোমাঞ্চে মোড়া গল্প ফেঁদেছেন পরিচালক শমীক রায়চৌধুরী। তাঁর নতুন ছবি ‘বেলাইন’-এর মূল গল্পই হলো ভুল ফোন কল।

ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। অন্য দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শ্রেয়া ভট্টাচার্য ও তথাগত। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘জ্যেষ্ঠপুত্র’ এবং শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের ‘সাঁঝবাতি’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়া।

আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ

এক ষাটোর্ধ্ব অবসরপ্রাপ্ত বৃদ্ধের চরিত্রে অভিনয় করছেন পরাণ। অবসরের পর তার দিন কাটে খেয়ে, ঘুমিয়ে, টিভি দেখে এবং মাঝেমধ্যে ঘরে বসেই খেলাধুলার মাধ্যমে। হঠাৎ করেই একটা রং নম্বর বদলে দেয় তাঁর জীবন। ফোনের মাধ্যমে এক যুগলের ব্যক্তিগত জীবনের সঙ্গে ধীরে-ধীরে জড়িয়ে পড়েন তিনি। এই দম্পতির চরিত্রে দেখা যাবে শ্রেয়া ও তথাগতকে। বিবাহিত এই দম্পতির বৈবাহিক জীবনের বিভিন্ন অনভিপ্রেত দিক উঠে আসবে ফোন কলেই। একটি মাত্র ভুল ফোনেই বদলে যাবে বৃদ্ধের রোজনামচা।

যুগলের ব্যক্তিগত

এতদিন গানের জগতেই কাজ করছিলেন শমীক। পরিচালনায় হাত দেওয়ার পর শমীকের ‘ডি মেজর’ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। এবার তিনি থ্রিলারের পথে হেঁটেছেন। সংবাদমাধ্যমকে শমীক জানালেন, “‘বেলাইন’ আসলে দুটো ঘরের গল্প। তবে দর্শক সেটা একসঙ্গে দেখবেন। তাই চিত্রনাট্য এবং তার ট্রিটমেন্টের মাধ্যমে আমি দর্শককে ধরে রাখার চেষ্টা করব। ভুল ফোনকলের মাধ্যমে একজন বৃদ্ধ এক দম্পতির যে ঘরের কথাগুলো শুনবেন, সেটাই পর্দায় দেখতে পাবেন দর্শক। প্রতিটি দৃশ্যের পরতে-পরতে থাকবে চমক।”




সুপ্রিয় দত্তের ক্যামেরা, তপন শেঠের শিল্প নির্দেশনা এবং সংলাপ ভৌমিকের সম্পাদনায় তৈরি হবে ‘বেলাইন’। ইতিমধ্যেই ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর ভূমিকায় ছবিতে শ্রেয়ার অভিনয় উল্লেখ্য।

খুব শীঘ্রই একটি নতুন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘বেলাইন’। 

Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *