মিষ্টুর ভুলে যাওয়া কি কোনও রোগ?
RBN Web Desk: সম্প্রতি শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘মিষ্টু’। এই গল্পের নায়িকা মিষ্টুর ভুলে যাওয়ার ব্যামো আছে। এর কারণে তাকে বিভিন্ন কাজে অপদস্ত হতে হয়। এই ভুলে যাওয়া কি নিছকই মজার ঘটনা নাকি কোনও রোগ? মিষ্টুর কথা গুরুত্ব দিয়ে কেউ ভাবে না। এরই মাঝে মিষ্টুর গ্রামে আসে মন-বিশেষজ্ঞ উজান। ধীরে-ধীরে উজান ও মিষ্টু একে অপরের কাছাকাছি আসতেই গল্প মোড় নেয় অন্যদিকে। কী হয় এরপর? মিষ্টু কি মনে রাখতে পারবে উজানের কথা?
এর আগে এই ধরণের ভুলে যাওয়ার গল্প নিয়ে টেলিভিশনের পর্দায় ‘রাঙা বউ’ ধারাবাহিকটি জনপ্রিয় হয়েছিল। এই ধারাবাহিকের নায়ক কুশ (গৌরব রায়চৌধুরী) অনেককিছু ভুলে যেত। তাই ‘মিষ্টু’ ধারাবাহিকের প্রোমো সামনে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মিষ্টুকে ‘কুশবাবুর ছোট বোন’ বলছে।
আরও পড়ুন: টেলিভিশনে প্রবল অনীহা ছিল বাবার, মৃণাল সেনের স্মৃতিচারণে পুত্র কুণাল
‘মিষ্টু’ ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করছেন আঁখি ঘোষ। এর আগে ‘বিক্রম বেতাল’ ও ‘হারানো সুর’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। আঁখির নায়ক হিসেবে থাকছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘ওগো নিরুপমা’, ‘রিমলি’, ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিক খ্যাত মৈনাক ঢোল। এছাড়া অন্যান্য গুরুত্বপর্ণ ভূমিকায় থাকছেন অনিন্দ্য চক্রবর্তী, শ্রাবণী বণিক, জয়িত্রী চৌধুরী, অস্মিতা বৈদ্য, অলকানন্দা গুহ, ময়ূখ চট্টোপাধ্যায় ও রাজর্ষি চট্টোপাধ্যায়। ধারাবাহিকের কাহিনীকার অমিতাভ ভট্টাচার্য। ধারাবাহিকটি পরিচালনা করছেন মণীশ ঘোষ।
সোম থেকে শনি আকাশ আট চ্যানেলে রাত ৮টায় সম্প্রচারিত হচ্ছে ‘মিষ্টু’।