উঠল নিষেধাজ্ঞা, রাহুলের পুজোর ছবি নিয়ে সিদ্ধান্ত শীঘ্রই

RBN Web Desk: অবশেষে বড়দের হস্তক্ষেপে তরুণ পরিচালকের উপর থেকে শাস্তির আদেশ উঠে গেল। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের (Rahool Mukherjee) ওপর ছবির কাজ থেকে তিনমাসের যে নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছিল, তা প্রত্যাহার করে নিল ডিরেক্টরস গিল্ড। গতকাল এ বিষয়ে গিল্ডের কাছে অনুরোধ জানিয়েছিলেন বাংলার প্রথম সারির পরিচালকেরা। সেই অনুরোধ বিবেচনা করেই গিল্ড রাহুলের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়।  

ফেডারেশনের অনুমতি ছাড়া বাংলাদেশে শুটিং করার অভিযোগে রাহুলকে তিনমাসের জন্য কর্মবিরতিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এ নিয়ে বাংলা বিনোদন জগতে প্রতিবাদের ঝড় ওঠে যা নিয়ে গত কয়েকদিনে উত্তাল ছিল সমাজমাধ্যম। একাধিক বিশিষ্ট পরিচালক ও অভিনেতা শাস্তির প্রশ্নে রাহুলের পাশে দাঁড়িয়ে বিবৃতি দেন। গিল্ড ও ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ন্স অ্যান্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়াকে স্পষ্ট ভাষায় বার্তা দেওয়া হয়, একজন পরিচালকের কাজের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কারও নেই, ফেডারেশন আইন প্রণয়ন করতে পারে না।

আরও পড়ুন: চলচ্চিত্র উৎসবে নয়া ভূমিকায় প্রসেনজিৎ?

সাধারণ দর্শকের মধ্যেও রাহুলের ঘটনা নিয়ে উত্তেজনা দেখা দেয়। এর ফলস্বরূপ গতকাল পরিচালকেরা গিল্ডের সঙ্গে আলোচনায় বসেন। বৈঠক শেষে গিল্ডের সম্পাদক সুদেষ্ণা রায় জানিয়েছেন রাহুলের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। তবে ইন্ডাস্ট্রির অন্যতম বড় প্রযোজনা সংস্থার ব্যানারে সদ্য মহরৎ হওয়া পুজোর ছবিটি শেষমেশ রাহুলই পরিচালনা করবেন কিনা সে সিদ্ধান্ত নির্মাতারাই নেবেন।

গত কয়েকদিনে ফেডারেশন বনাম বাংলার পরিচালক মহলের চাপানউতোরে কোনও সমাধান সূত্র বেরিয়ে না আসায় ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস এমনও ইঙ্গিত দিয়েছিলেন বিষয়টিতে স্বয়ং মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করতে পারেন। তবে আপাতত ইন্ডাস্ট্রির অভিভাবক পরিচালকদের উদ্যোগেই রাহুল সুবিচার পেলেন বলে মনে করা হচ্ছে। 

ছবি: আনন্দবাজার পত্রিকা




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *