চলে গেলেন নবনীতা দেবসেন
কলকাতা: চলে গেলেন নবনীতা দেবসেন। আজ সন্ধ্যায় হিন্দুস্তান পার্কে নিজ বাসভবন ‘ভালো-বাসা’তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরে কর্কটরোগ আক্রান্ত ছিলেন নবনীতা। আগামীকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জন্ম হয় নবনীতার। প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর বিদেশ থেকে বিভিন্ন বিষয়ের ডিগ্রিধারী নবনীতা ১৯৫৯ সালে নোবেলজয়ী অমর্ত্য সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই বছরেই নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম প্রত্যয়’ প্রকাশিত হয়। ১৯৭৬ এ বিচ্ছেদ হয়ে যায় অমর্ত্য-নবনীতার। সেইসময় দুই কন্যা অন্তরা ও নন্দনা দেবসেন কে নিয়ে একাই পথচলা শুরু করেন তিনি।
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন তুলনামূলক সাহিত্য নিয়ে অধ্যাপনা করেছেন নবনীতা। তাঁর লেখায় নারীর জীবনের বিভিন্ন দিক উঠে এসেছে বারবার। সাহিত্যের মাধ্যমে নারীশিক্ষার কথা তিনি যেভাবে তুলে ধরেছিলেন তা আজীবন মনে রাখবেন পাঠককূল। গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা ছাড়াও তাঁর লেখা ভ্রমণ কাহিনীগুলিও ভীষণ চর্চিত ও পঠিত। এদের মধ্যে ‘ট্রাক বাহনে ম্যাকমাহনে’তে একা একটি মেয়ের যাত্রার কথা আজও শিহরিত করে সবাইকে।
১৯৯৯ সালে নবনীতা পান সাহিত্য আকাদেমি পুরস্কার। ২০০০ সালে পান পদ্মশ্রী। এছাড়াও একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। সম্প্রতি ‘ভালোবাসার বারান্দা’ নামক কলমে মৃত্যু নিয়ে তাঁর ভাবনা ধরা পড়েছিল বারবার।