স্মার্টফোনে পুজো পরিক্রমা করাবে ‘অগমেন্টেড পুজো ২০২০’
RBN Web Desk: প্রতিবছর জুলাই-আগস্ট থেকেই শারদীয়া কেনাকাটা আর প্যান্ডেলের বাঁশ পড়া দিয়ে পুজোর ঢাকে কাঠি পড়ে যায়। কিন্তু এ বছরটা সবদিক দিয়েই আলাদা। অন্যবার যেমন কাশবন আর কুমোরটুলীর ছবি দেখে বাঙালি জন্মাষ্টমীর আগে থেকেই পুজো আসার আনন্দে আত্মহারা হয়ে ওঠে, এবার তারাই করোনার ভয়ে গৃহবন্দী। পুজো কেমন কাটবে তাই নিয়ে এই মুহূর্তে দুশ্চিন্তায় রয়েছে সারা পৃথিবীর বাঙালি। এই পাঁচটা দিনের আশায় সারাবছর বসে থাকা বাংলার মানুষ এবার যেন একটু বেশিই বিমর্ষ। চারদিকে সংক্রমণের ভয়ে পরিবার বা বন্ধুদের নিয়ে কেই বা সাহস করে বেরোতে চাইবে?
এই বিষাদের আবহে নতুন প্রাণ সঞ্চার করবে এনভি ডিজিটালের অভিনব উদ্যোগ ‘অগমেন্টেড পুজো, ২০২০‘। এটি একটি ভার্চুয়াল রিয়্যালিটি প্রতিমা দর্শনের মাধ্যম। এই মাধ্যমে প্রত্যেক ব্যাক্তি তার নিজের গতিতে, নিজের সুবিধামতো, পছন্দের সময় ও জায়গায় দাঁড়িয়ে প্রতিমা দর্শন করতে পারবে।
আরও পড়ুন: রাজনৈতিক থ্রিলার নিয়ে আসছেন সৌরভ
দুর্গাপুজোকে বর্তমানে বাংলার আর্টের প্রদর্শনী বলা চলে। ঐতিহ্য ও আধুনিক চিন্তাধারার মিশেলে শিল্পের নতুন-নতুন দিক উন্মোচিত হয় প্রতিটি মণ্ডপে। এই শৈল্পিক দৃষ্টিকোণ সামনে থেকে প্রত্যক্ষ করতে মানুষ মণ্ডপে ভিড় জমান। তবে এ বছর তা আর সম্ভব নয়। তাই ‘অগমেন্টেড পুজো ২০২০’ সেই অভিজ্ঞতাকেই এনে দেবে হাতের মুঠোয়, ঘরে বসে। এক ক্লিকেই পৌঁছে যাওয়া যাবে কলকাতার নামী পুজো প্যান্ডেলে।
এই মাধ্যমকে কাজে লাগিয়ে কাশী বোস লেন, ঠাকুরপুকুর এসবি পার্ক, বেহালা নতুন দল, হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব, সন্তোষপুর লেক পল্লীর মতো ৫০টি পুজো দেখা যাবে। এছাড়াও থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশ থেকে দশটি পুজো। থাকবে কয়েকটি বনেদি বাড়ির পুজোও। দর্শনার্থীরা নির্দিষ্ট দামের টিকিট কেটে যে কোনও স্মার্ট ডিভাইস থেকে পুজো পরিক্রমা করতে পারবেন।