কানে সেরা অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত, প্রথমবার কোনও ভারতীয়

RBN Web Desk: মধ্যমেধায় ডুবতে থাকা বাংলা ছবির যখন নাভিশ্বাস তোলার মতো অবস্থা, তখনই কলকাতার মেয়ের হাতে উঠল আন্তর্জাতিক পুরস্কার। ‘দ্য শেমলেস’ (The Shameless) ছবিতে অভিনয়ের জন্য কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক Un Certain Regard বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন অনসূয়া সেনগুপ্ত (Anasuya Sengupta)

মূলত প্রোডাকশন ডিজ়াইনার হিসেবে কাজ করেন অনসূয়া। অভিনয় করেছেন অঞ্জন দত্তের ‘ম্যাডলি বাঙালি’ ছবিতে। কাজ করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের ‘রে’ সিরিজ়েও। বুলগেরিয়ার পরিচালক কনস্টানটিন বোঁজ়নভের (Konstantin Bojanov) ছবি ‘দ্য শেমলেস’-এ অনসূয়ার সহশিল্পী ছিলেন মিতা বশিষ্ঠ।

আরও পড়ুন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বায়োপিকে দেব?

‘দ্য শেমলেস’-এর কাহিনি রেণুকা (অনসূয়া) নামের এক যৌনকর্মীকে ঘিরে যে দিল্লির একটি পতিতাপল্লীতে একজন পুলিশকে হত্যা করে পালায়।

অনসূয়াই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি এই পুরস্কার জিতলেন।




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *