থাকছেন না সলমন?
RBN Web Desk: টেলিভিশনে একসময় অন্যতম বিতর্কিত রিয়্যালিটি শো ছিল ‘বিগ বস’ (Big Boss)। তিনবছর আগে টেলিভিশন থেকে সেই শো নিয়ে আসা হয় ওটিটিতে। টেলিভিশনের মতো ওটিটিতেও এই শো সঞ্চালনা করতেন সলমন খান (Salman Khan)। তবে ‘বিগ বস’ ওটিটির তৃতীয় সিজ়নে নাকি সঞ্চালক হিসেবে থাকছেন না সলমন।
‘বিগ বস’ ওটিটির প্রথম সিজ়নে সঞ্চালকের দায়িত্বে ছিলেন করণ জোহর (Karan Johar)। তাতে বেজায় চটেছিলেন সলমনের অনুরাগীরা। কারণ টেলিভিশনে সলমন ছাড়া এই শো ভাবাই যেত না। চাপের মুখে দ্বিতীয় মরশুমে সলমনকে আনতে বাধ্য হন নির্মাতারা।
আরও পড়ুন: আবারও বাংলা ছবিতে সায়ন মুন্সি, সঙ্গে জয়া আহসান
শোনা যাচ্ছে এবার সঞ্চালকের ভূমিকায় থাকবেন অনিল কপূর (Anil Kapoor)। যদিও চ্যানেলের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।