টেলিভিশনে ফিরলেন দেবলীনা
RBN Web Desk: বাংলা টেলিভিশনে ফিরলেন দেবলীনা দত্ত মুখোপাধ্যায়। ইন্দ্রাণী হালদার, টোটা রায়চৌধুরী, সুদীপ মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, চিত্রা সেন অভিনীত ‘শ্রীময়ী’ ধারাবাহিকটি বর্তমানে দর্শক মহলে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। সম্প্রতি সপ্তর্ষি মৌলিক অভিনীত ডিঙ্কা চরিত্রটি জড়িয়ে পড়ে এক আইনি মামলায়। এই সূত্রেই ‘শ্রীময়ী’তে আগমন দেবলীনার।
‘শ্রীময়ী’তে এক দুঁদে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে দেবলীনাকে। বর্তমান কাহিনীকে মাথায় রেখে গল্পে এমনভাবে এক নতুন ট্র্যাক যুক্ত করা হলো, যার মাধ্যমে ঘটতে থাকা ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পাবে ডিঙ্কা। আগামী পর্বে জামিনে ছাড়াও পাবে সে। এরপর গল্প কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।
আরও পড়ুন: ‘উৎসব এর পরে’ ঋতুপর্ণ ট্রিবিউটে কৌশিক, ঋতব্রত
এর আগে ‘কি আশায় বাঁধি খেলাঘর’, ‘এক আকাশের নীচে’, ‘এখানে আকাশ নীল’, ‘অন্দরমহল’, ‘ইচ্ছে নদী’র মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন দেবলীনা। তাঁর অভিনয় জগতে হাতেখড়ি ‘মানুষ অমানুষ’ ছবিতে।
দেবলীনার উপস্থিতি ‘শ্রীময়ী’ ধারাবাহিকের জনপ্রিয়তাকে কোন শিখরে নিয়ে যায় তা সময় বলবে।