বড়পর্দায় ফিরছেন দেবশ্রী, সঙ্গী মিঠুন
RBN Web Desk: বড়পর্দায় ফিরছেন বিশিষ্ট অভিনেত্রী দেবশ্রী রায়। ২০১৭ সালে শেষবার কোনও ছবিতে অভিনয় করেছিলেন তিনি। রায়দীঘির বিধায়ক হিসেবে ব্যস্ততার কারণে ছবিতে অভিনয় থেকে বিরতি নেন দেবশ্রী। পরবর্তীকালে ‘সর্বজয়া’র নামভূমিকায় তাঁকে দেখা গেলেও, ধারাবাহিকটি খুব বেশিদিন চলেনি।
পথিকৃৎ বসুর ‘শাস্ত্রী’ ছবির মাধ্যমে আবারও বড়পর্দায় দেখা যাবে দেবশ্রীকে। সম্প্রতি ছবিটি ঘোষণা করেছেন পথিকৃৎ। এই ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধছেন তিনি। ছবিতে মিঠুন ও দেবশ্রীকে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে।
আরও পড়ুন: ₹৫০ কোটি হাঁকলেন সানি
একাধিক মেগাহিট ছবিতে অভিনয় করেছেন মিঠুন-দেবশ্রী। তালিকায় রয়েছে ‘ত্রয়ী’, ‘যুদ্ধ’, ‘অভিমন্যু’, ‘এমএলএ ফাটাকেষ্ট’, ‘শুকনো লঙ্কা’র মতো ছবি।
১৯৯৫ সালে ‘উনিশে এপ্রিল’ ছবির জন্য সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পান দেবশ্রী।