খিদে মেটাতে পারেনি ‘গোলন্দাজ’: অনির্বাণ
RBN Web Desk: ‘গোলন্দাজ’ তাঁর অভিনয়ের খিদে মেটাতে পারেনি, বললেন অনির্বাণ ভট্টাচার্য। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘গোলন্দাজ’-এ ভার্গব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। একটি দৃশ্যে শিবের ভূমিকায় তাঁর অভিনয় দর্শকমহলে সাড়া ফেলে দিলেও তিনি নিজে সেই কাজ নিয়ে সন্তুষ্ট ছিলেন না বলেই জানালেন অভিনেতা। অনির্বাণ ছাড়াও ‘গোলন্দাজ’ এ অভিনয় করেছিলেন দেব, ঈশা সাহা, ইন্দ্রাশিস রায়, শ্রীকান্ত আচার্য, জন ভট্টাচার্য, অগ্নিজিত সেন, উজান চট্টোপাধ্যায়রা।
রেডিওবাংলানেট-কে অনির্বাণ জানালেন, “একজন অভিনেতা সর্বদা জানতে চায় ছবিতে তাঁর অভিনয়ের সময়সীমা কতটা। যেমন স্কুলে নাটক করার সময় সবাই স্ক্রিপ্টটা পেয়েই আগে দেখে নেয় নিজের কতগুলো সংলাপ আছে। অর্থাৎ, আপনাকে কতটা সময় দর্শক দেখতে পাবে, সেটাই উৎসাহ দিত। ‘গোলন্দাজ’-এ আমার পর্দায় উপস্থিতি অত্যন্ত কম সময়ের জন্য ছিল যা আমার অভিনয়স্বত্তার খিদে মেটাতে সক্ষম হয়নি।”
আরও পড়ুন: গার্হস্থ্য হিংসার শিকার, তবুও ঔজ্জ্বল্যে অম্লান
তবে সেটা তিনি সুদে আসলে মিটিয়ে নিয়েছেন ধ্রুবর প্রথম ওয়েব সিরিজ় ‘টিকটিকি’তে। এই মিলন বসাকের ভূমিকায় রয়েছেন অনির্বাণ আর সৌমেন্দ্রকৃষ্ণ দেবের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
“মিলন বসাকের চরিত্রটি আমাকে দেওয়ার জন্য আমি ধ্রুবদার কাছে কৃতজ্ঞ। এরকম একটি চরিত্রে অভিনয় করে আমার গোলন্দাজ-এর দুঃখ ভুলিয়ে দিয়েছে। এরকম একটি চরিত্রের জন্য প্রতিটি অভিনেতা মুখিয়ে থাকে।”
১৯৭০ সালে ব্রিটিশ নাট্যকার অ্যান্থনি শ্যাফর লিখেছিলেন দুই চরিত্র বিশিষ্ট নাটক ‘স্লিউথ’। তারপর কেটে গেছে পঞ্চাশ বছর। পৃথিবীর বিভিন্ন প্রান্তে, একাধিক ভাষায়, নানা আঙ্গিকে মঞ্চস্থ হয়েছে ‘স্লিউথ’। একটি ছবিও হয়েছে এই নাটক অবলম্বনে। সেই গল্প নিয়ে আসছে ‘টিকটিকি’। একই নামের নাটকে একসময় অভিনয় করতেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও কৌশিক সেন। এমনকি তাঁদের অভিনীত টেলিফিল্মও হয়েছে বাংলায়। শোনা যায়, সৌমিত্রকে সঙ্গে নিয়ে উত্তমকুমারও এই নাটক নিয়ে ছবি করার কথা ভেবেছিলেন। ‘টিকটিকি’ মঞ্চে উপস্থাপন করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন উৎপল দত্তও। তিনিই প্রথম ‘স্লিউথ’ বাংলায় অনুবাদ করেন।
আজ থেকে হইচই-তে দেখা যাবে ‘টিকটিকি’।
ছবি: প্রতিবেদক